পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

তনুশ্রীর সমর্থনে হাওড়ায় মিঠুনের রোড শো - মিঠুন চক্রবর্তী

বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর সমর্থনে হাওড়ার শ্য়ামপুরে রোড শো করলেন মিঠুন চক্রবর্তী ৷ তাঁকে দেখতে উপচে পড়ল ভিড় ৷

bengal election 2021_wb_hwh_02_mithun chakraborty_wb10026
তনুশ্রীর সমর্থনে হাওড়ায় মিঠুনের রোড শো

By

Published : Apr 2, 2021, 5:32 PM IST

হাওড়া, 2 এপ্রিল : হাওড়া গ্রামীণের শ্যামপুরে বিজেপির নির্বাচনী প্রচারে ঝড় তুললেন মহাগুরু মিঠুন চক্রবর্তী ৷ বৃহস্পতিবারের পর শুক্রবারও হাওড়ায় ভোট প্রচারে নামলেন তিনি ৷

এদিন হাওড়া গ্রামীণের শ্যামপুর থেকে হোগলাসি মোড় পর্যন্ত বিজেপি প্রার্থী তনুশ্রী চক্রবর্তীর সমর্থনে রোড শো করেন মিঠুন ৷ শুক্রবার দুপুরে বারোটা নাগাদ হেলিকপ্টারে হাওড়ায় পৌঁছন তিনি ৷ তারপর গাড়িতে পৌঁছন স্থানীয় একটি মাঠে ৷ সেখান থেকে তনুশ্রীর সঙ্গেই সওয়ার হন একটি সুসজ্জিত ম্য়াটাডরে ৷ শুরু হয় রোড শো ৷

মহাগুরুকে দেখতে হাওড়ার শ্যামপুরে উপচে পড়ল ভিড় ৷

আরও পড়ুন :লকেটের সমর্থনে চুঁচুড়ায় প্রচার মিঠুনের

মহাগুরুকে দেখতে শ্য়ামপুরের রাস্তায় ঢল নামে মানুষের ৷ বাজনার তালে তালে নেচে-গেয়ে রোড শো মাতান বিজেপির কর্মী, সমর্থকরা ৷ জয় শ্রীরাম স্লোগান তুলে এগিয়ে যান তাঁরা ৷

ABOUT THE AUTHOR

...view details