পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

বসিরহাটে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি - বোমাবাজি

বসিরহাটের ফুলবাড়ির বাসিন্দা তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ৷ মঙ্গলবার রাতের ঘটনায় আতঙ্কিত পরিবারের সদস্যরা ৷ শুরু তদন্ত ৷

bengal assembly election 2021_wb_n24_01_tmc leader house bomabaji at bashirhat_vis_byte_raju_10009
বসিরহাটে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

By

Published : Mar 24, 2021, 5:24 PM IST

বসিরহাট, 24 মার্চ : ভোটের মুখে তৃণমূল নেতার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি ঘটনায় চাঞ্চল্য ছড়াল উত্তর 24 পরগনার বসিরহাটে ৷ ঘটনার জেরে রীতিমতো আতঙ্কিত ওই তৃণমূল নেতার পরিবার ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করলেও হামলাকারীদের কাউকেই এখনও অবধি গ্রেফতার করতে পারেনি ৷ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে বসিরহাট থানার পুলিশ ৷ থমথমে এলাকার পরিস্থিতি ৷

স্থানীয় সূত্রে খবর, বসিরহাটের ফুলবাড়ি এলাকায় বাড়ি তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায়ের ৷ তিনি জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পদে রয়েছেন ৷ এলাকায় দক্ষ সংগঠক হিসেবেই পরিচিত তিনি ৷ মঙ্গলবার রাতে ওই তৃণমূল নেতার বাড়ির সামনে বোমাবাজি হয় বলে অভিযোগ ৷

তৃণমূল নেতার পরিবারের সদস্যদের দাবি, দু’জন অচেনা ব্যক্তি বাইকে করে এসে বোমা ছুড়ে পালায় ৷ সেই সময় বাড়িতে ছিলেন না ওই তৃণমূল নেতা ৷ ছিলেন তাঁর মা ও পরিবারের অন্য সদস্যরা ৷ বোমা ফাটার বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা ৷ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন পরিবারের লোকজন ৷ কিছুক্ষণ পর তাঁরা বাইরে বেরিয়ে এসে দেখেন আগুন জ্বলছে বাড়ির আশপাশে ৷ দেরি না করে বিষয়টি জানানো হয় ওই তৃণমূল নেতাকে ৷ তাঁর মাধ্যমে খবর পেয়ে বসিরহাট থানার পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে ৷ নমুনা সংগ্রহ করে নিয়ে যায় তারা ৷ তৃণমূল নেতার বাড়ির সামনে বসানো হয় পুলিশের পিকেট ৷

বোমাবাজিতে আতঙ্কিত তৃণমূল নেতার পরিবারের সদস্যরা ৷

আরও পড়ুন :ভাঙড়ে 21টি বোমা ও বোমা তৈরির মশলা উদ্ধার

এই বিষয়ে ওই তৃণমূল নেতার মা অনিমা মুখোপাধ্যায় বলেন, ‘‘রাতে ঘুমোতে যাওয়ার সময় হঠাৎ বিকট আওয়াজে কেঁপে ওঠে বাড়ির চারপাশ ৷ বিকট শব্দে ঘুম ভেঙে যায় শিশুদের ৷ আতঙ্কিত হয়ে পড়ি আমরা ৷ এরপর সাহস করে বাড়ির বাইরে বেরোতেই দেখি আগুন জ্বলছে আশপাশে ৷ কিছুক্ষণ পর সেই আগুন নিভে গেলেও ঘটনার জেরে আতঙ্ক কাটছে না আমাদের ৷ পুলিশ এসে নমুনা নিয়ে গিয়েছে ৷’’

তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায় বলেন, ‘‘দু’জন অচেনা ব্যক্তি এই ঘটনার সঙ্গে যুক্ত ৷ তাদের চেনা সম্ভব হয়নি ৷ তাই ঠিক কী উদ্দেশ্যে তারা এই ঘটনা ঘটালো, তা বুঝে উঠতে পারছি না ৷ পুলিশ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিক ৷ পুলিশের উপর সেই আশা, ভরসা রয়েছে আমাদের ৷’’

এদিকে,ঘটনার পর বুধবার সকালেও এলাকার পরিস্থিতি ছিল যথেষ্ট থমথমে ৷ তৃণমূল নেতার পরিবারের সদস্যদের চোখেমুখে আতঙ্কের ছাপ এখনও স্পষ্ট ৷ পুলিশ সূত্রে খবর, দুষ্কৃতীদের চিহ্নিত করে গ্রেফতার করার চেষ্টা চলছে ৷ ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷ পুলিশের প্রাথমিক অনুমান, ভোটের আবহে এলাকায় অশান্তি ছড়াতেই এই হামলা চালানো হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details