গোঘাট, 31 মার্চ : বিধানসভা ভোটের দ্বিতীয় দফাতেই নন্দীগ্রামে পরস্পরের মুখোমুখি হচ্ছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ও শুভেন্দু অধিকারী ৷ তার মাত্র কয়েক ঘণ্টা আগেও এক সময়ের বিশ্বস্ত সেনাপতি শুভেন্দুর উপর তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো ৷
বুধবার হুগলির গোঘাটে নির্বাচনী প্রচার সভা করেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ সভামঞ্চ থেকেই ফের একবার নিশানা করেন ‘গদ্দার’দের ৷ বলেন, ‘‘গদ্দারদের এত বড় সাহস ! খাইয়ে, পরিয়ে মানুষ করেছি ৷ দুধ-কলা দিয়ে কালসাপ পুষেছি ৷’’ মমতার নিশানা যে শুভেন্দু অধিকারী-সহ কাঁথির অধিকারী পরিবার, সে কথা বলাই বাহুল্য ৷