পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

আমফানে কেউ কেউ বঞ্চিত হয়েছেন, মানলেন মমতা ! - দুর্নীতি

আমফানের ত্রাণবণ্টনে কিছু মানুষ বঞ্চিত হয়েছেন ৷ কিন্তু আগামী দিনে তাঁরা তাঁদের প্রাপ্য ক্ষতিপূরণ পাবেন ৷ শনিবার দক্ষিণ 24 পরগনায় ভোটের প্রচারে এসে এই বার্তাই দিলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তবে কি আমফানের ত্রাণবণ্টনে বিরোধীদের দুর্নীতির অভিযোগ মেনে নিলেন তৃণমূল সুপ্রিমো ? উঠছে প্রশ্ন ৷

bengal election 2021_mamata banerjee admits amphan corruption at raidighi and kulpi rally
আমফানে কেউ কেউ বঞ্চিত হয়েছেন, মানলেন মমতা !

By

Published : Apr 3, 2021, 5:32 PM IST

রায়দিঘি ও কুলপি, 3 এপ্রিল : বাম, বিজেপি বা কংগ্রেস ৷ সকলেরই একযোগে অভিযোগ, আমফানের ত্রাণবিলিতে লাগামছাড়া দুর্নীতি হয়েছে ৷ বিরোধীদের দাবি, আমফানের পর দুর্গতদের জন্য বরাদ্দ ত্রিপল পর্যন্ত চুরি করেছেন তৃণমূলের নেতা-কর্মীরা ৷ দুর্গতদের ত্রাণের টাকাও আত্মসাৎ করেছেন তাঁরা ৷ যদিও বরাবরই এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস ৷ অথচ শনিবারের ভোট প্রচারে কিছুটা হলেও উল্টো সুর শোনা গেল তৃণমূল নেত্রীর গলায় ৷ তাঁর বার্তা, আমফানের ত্রাণবণ্টন নিয়ে কারও যদি কোনও অভাব, অভিযোগ থেকেও থাকে, তাহলে আগামী দিনে তিনি তা দূর করে দেবেন ৷ প্রশ্ন উঠছে, তবে কি প্রকারান্তরে আমফানের ত্রাণবণ্টনে দুর্নীতির কথা স্বীকার করে নিলেন মমতা ?

শনিবার দক্ষিণ 24 পরগনায় তিনটি জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ রায়দিঘি, কুলপি, ক্য়ানিংয়ে ভোট প্রচার সারেন তিনি ৷ সভামঞ্চে বক্তব্য রাখার সময়ে তাঁর মুখে অন্যান্য ইস্য়ুর পাশাপাশি উঠে আসে আমফান প্রসঙ্গ ৷ রায়দিঘিতে সভামঞ্চে মমতা বলেন, ‘‘আমফানের সময় একটা-দু’টো প্রবলেম হয়েছে ৷ কেউ কেউ হয়তো একটা-দু’টো জায়গায় বঞ্চিত হয়েছেন ৷ যদি কেউ বঞ্চিত হয়ে থাকেন, তাঁদেরটা আমি করে দেব আগেই কথা দিয়েছি ৷ আমি আবারও বলছি, আমি করে দেব ৷’’

স্বাভাবিকভাবেই স্বয়ং মুখ্যমন্ত্রীর মুখে এই কথা অনেক প্রশ্ন খাড়া করছে ৷ ভোটের প্রচার মঞ্চে মমতার এই উক্তি কি পরোক্ষে দুর্নীতির অভিযোগেই সিলমোহর দিল না ? পরে কুলপির সভাতেও প্রায় একই কথা বলেন মুখ্যমন্ত্রী ৷ সেখানে সরাসরি দুর্গতদের বঞ্চিত হওয়ার কথা না বললেও মমতার আশ্বাস, যাঁরা এখনও পর্যন্ত আমফানের ক্ষতিপূরণ পাননি, তাঁদের দাবি যথার্থ হলে অবশ্যই প্রাপ্য় ক্ষতিপূরণ পাবেন ৷

কুলপির প্রচার মঞ্চে মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷

আরও পড়ুন :ক্ষোভের কারণেই রায়দিঘিতে প্রার্থী বদল, দাবি মমতার

তবে এতকিছুর পরও আমফান পরবর্তী সময়ে নিজের সরকারের কর্মকাণ্ডকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন মমতা ৷ তাঁর সাফ কথা, তিনি যদি তিনদিন ধরে নবান্ন আগলে পড়ে না থাকতেন, সেখানে থেকে পরিস্থিতি সম্পর্কে সদা ওয়াকিবহাল না থাকতেন, সংশ্লিষ্ট কর্মী-আধিকারিকদের প্রয়োজন মাফিক দুর্যোগ মোকাবিলায় নেতৃত্ব না দিতেন, তাহলে ক্ষয়ক্ষতি আরও বাড়ত ৷

যদিও মমতার এই তত্ত্ব মানতে নারাজ গেরুয়া শিবির ৷ বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এই প্রসঙ্গে বলেন, ‘‘অবশেষে সত্যি স্বীকার করেছেন তৃণমূল নেত্রী ৷ আমফানের পর তাঁর দলের নেতা, কর্মীরা যে মানুষের হক ছিনিয়ে নিজেদের উদরপূর্তি করেছিলেন, মমতার এদিনের উক্তিই তার প্রমাণ ৷’’ মানুষ এর জবাব ইভিএমেই দেবে বলে দাবি জয়প্রকাশের ৷

ABOUT THE AUTHOR

...view details