পূর্ব মেদিনীপুর, 31 মার্চ : রাত পেরোলেই দ্বিতীয় দফার ভোট । পূর্ব মেদিনীপুর জেলায় দ্বিতীয় দফায় নয় আসনে ভোটগ্রহণ হবে । এখানে মোট ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা 3210। মোট ভোটার রয়েছেন 22 লাখ 86 হাজার 363 । আর তা নিয়েই শেষ মুহূর্তের প্রস্তুতি ৷
আজ কোলাঘাট কেটিপিপি হাইস্কুল, কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ ও হলদিয়া বাসুদেবপুরে গভর্নমেন্ট স্পনসর্ড সেকেন্ডারি স্কুলের ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ভোটগ্রহণের সামগ্রী নিয়ে ভোটকর্মীরা যাত্রার জন্য প্রস্তুত হন । কেটিপিপি হাই স্কুল থেকে মোট চার বিধানসভা ময়না, নন্দকুমার, তমলুক এবং চন্ডিপুরের বুথের ইভিএম বিতরণ হয় । পাঁশকুড়া পূর্ব ও পাঁশকুড়া পশ্চিম বিধানসভার বুথের ইভিএম বিতরণ হয় কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ৷ মহিষাদল, হলদিয়া তপশিলী ও নন্দীগ্রাম বিধানসভার ইভিএম হলদিয়ার বাসুদেবপুর গভর্নমেন্ট স্পনসর্ড সেকেন্ডারি স্কুল থেকে বিতরণ হয় ।
শেষ মুহূর্তের প্রস্তুতি, পূর্ব মেদিনীপুরের নয় কেন্দ্রের উদ্দেশ্যে ইভিএম
কোলাঘাট কেটিপিপি হাইস্কুল, কোলাঘাট ইঞ্জিনিয়ারিং কলেজ ও হলদিয়া বাসুদেবপুরে গভর্নমেন্ট স্পনসর্ড সেকেন্ডারি স্কুলের ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে ভোটগ্রহণের সামগ্রী নিয়ে ভোটকর্মীরা যাত্রার জন্য প্রস্তুত হন ।
দ্বিতীয় দফার ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি পূর্ব মেদিনীপুরে
আরও পড়ুন : নন্দীগ্রাম, বাংলার আসল লড়াই
ভোটকর্মীরা প্রয়োজনীয় জিনিসপত্র বুঝে নিয়ে বুথমুখী হন । হাইভোল্টেজ নন্দীগ্রামে কাল ভোট ৷ সবার নজর সেই দিকে ৷ এই অবস্থায় সব রকম নিরাপত্তা আটোঁসাঁটো করতে মরিয়া কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ৷