কৃষ্ণনগর, 23 এপ্রিল : ভোটের দায়িত্ব সেরে বাড়ি ফেরার পথে আক্রান্ত তৃণমূলের পোলিং এজেন্ট ৷ আক্রান্ত তৃণমূলেরই আরও এক পঞ্চায়েত সদস্য ৷ রড, বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে হামলা দুষ্কৃতীদের ৷ তাতে একজনের ভাঙল হাত, অন্যজনের ফাটল মাথা ৷ ঘটনায় অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে ৷ ঘটনায় চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগর উত্তর বিধানসভার আসাননগর এলাকায় ৷
স্থানীয় সূত্রে খবর, আসাননগর ঢাকুরিয়ার 214 নম্বর বুথের এজেন্ট ছিলেন স্থানীয় তৃণমূল কর্মী কনক বিশ্বাস ৷ বৃহস্পতিবার ষষ্ঠ দফায় ভোটগ্রহণ করা হয় কৃষ্ণনগর উত্তর বিধানসভা আসনে ৷ ভোট প্রক্রিয়া শেষ হওয়ার পর রাতে বাড়ি ফিরছিলেন কনক ৷ অভিযোগ, সেই সময়েই তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা ৷ বাঁশ, রড দিয়ে বেধড়ক মারধর করা হয় তাঁকে ৷ ধারালো অস্ত্রের কোপ মারা হয় হাতে ৷ মারের চোটে হাত ভেঙে যায় তাঁর ৷ কনকের অভিযোগ, হামলাকারী সকলেই বিজেপি আশ্রিত দুষ্কৃতী ৷