সাঁইথিয়া, 17 এপ্রিল : বীরভূমের সাঁইথিয়ার বিজেপি প্রার্থীর উপর হামলা ৷ ছোড়া হয় বোমা ৷ পুলিশের সামনেই প্রার্থীর গাড়ি কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ ৷ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়।
শনিবার সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রিয়া সাহা কোমা গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচারে যান ৷ অভিযোগ, ফেরার সময় ফাঁকা ধানি জমির মাঝে তাঁদের উপর হামলা চালায় তৃণমূলের লোকজন ৷ বোমাবাজিও করা হয়। পুলিশের সামনেই বিজেপি প্রার্থীর গাড়ি লক্ষ্য করে ইট ছোড়া হয় ৷ ভেঙে দেওয়া হয় গাড়ির কাঁচ ৷ ঘটনায় দুই বিজেপি কর্মী আহত হন। তাঁদের সাঁইথিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ৷