কুলপি, 4 এপ্রিল : ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের মিছিলে হামলা চালানোর অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলপি থানার হেলিয়াগাছি এলাকায় ৷ ঘটনায় গুরুতর জখম হয়েছেন পাঁচ আইএসএফ কর্মী ৷ প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন ৷ আক্রান্তদের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুস্কৃতীরাই এই হামলা চালিয়েছে ৷ বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনকে নালিশ জানানোর সিদ্ধান্ত নিয়েছে আইএসএফ ৷ তবে হামলার অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস ৷
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার হটুগঞ্জ বাসমোড় থেকে কুলপি পর্যন্ত একটি মিছিল করার কথা ছিল আইএসএফের ৷ দুপুর সাড়ে 11টা নাগাদ মিছিল হটুগঞ্জ ছাড়িয়ে হেলিয়াগাছিতে ঢুকতেই অতর্কিতে লাঠি ও রড নিয়ে মিছিলের উপর হামলা চালায় কয়েকজন দুষ্কৃতী ৷
আইএসএফ কর্মীদের অভিযোগ, স্থানীয় তৃণমূল নেতা হোসেন পুরকাইত ও আলি আকবর সাঁপুইয়ের নেতৃত্বে প্রায় 15 জন দুষ্কৃতী লাঠি, রড ও বাঁশ নিয়ে হামলা চালায় ৷ রাস্তার উপর ফেলে বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে বেধড়ক মারধর করা হয় ৷ গুরুতর জখম অবস্থায় পাঁচ আইএসএফ কর্মীকে উদ্ধার করে কুলপি ব্লক হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে সইফুদ্দিন জমাদার এবং নুর সালাম ঢালির অবস্থার অবনতি হওয়ায় তাঁদের ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ৷