পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

বিজেপি রোড শো-এ একঝাঁক প্রাক্তন ক্রীড়াবিদ, ময়দানেও বিভাজনের গন্ধ

রবিবার সকালে কামারহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অনিন্দ্য রাজু বন্দ্য়োপাধ্য়ায়ের সমর্থনে রোড শো করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ৷ সেই রোড শো-এ অংশ নেন বাংলার বেশ কয়েকজন প্রাক্তন ক্রীড়াবিদ ৷ রাজনৈতিক সমাবেশে তাঁদের এই উপস্থিতি নিয়েই ময়দানে শুরু হয়েছে গুঞ্জন ৷ বাড়ছে বিভাজনের আশঙ্কা ৷

bengal election 2021_wb_kol_03_sports_person_bjp_copy_7203838
বিজেপি রোড শো-এ একঝাঁক প্রাক্তন ক্রীড়াবিদ, ময়দানেও বিভাজনের গন্ধ

By

Published : Apr 5, 2021, 10:03 PM IST

কলকাতা, 5 এপ্রিল : বিজেপি কি এবার বাংলার ক্রীড়া দুনিয়ায় বিভাজন ঘটাচ্ছে ?সময় যত গড়াচ্ছে, এই প্রশ্ন ক্রমশই বড় হচ্ছে ৷ চলতি বিধানসভা নির্বাচনে বেশ কয়েকজন ক্রীড়াবিদ প্রার্থী হয়েছেন। তাঁরা তাদের মতো করে প্রচার করছেন ৷ ভোট ভিক্ষা করছেন ৷ শাসক তৃণমূল কংগ্রেসের হয়ে বাংলার ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মনোজ তিওয়ারি নির্বাচনে লড়ছেন ৷ প্রাক্তন ফুটবলার বিদেশ বসুও শাসকদলের হয়ে নির্বাচনে লড়ছেন ৷ অন্যদিকে, ক্রিকেট থেকে অবসর নিয়ে অশোক দিন্দা বিজেপির হয়ে ময়না কেন্দ্র থেকে লড়েছেন ৷ প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবেও এবার বিজেপির প্রার্থী ৷

একঝাঁক ক্রীড়াবিদের চলতি নির্বাচনে সরাসরি অংশগ্রহণ ক্রীড়ামহলে অদৃশ্য মেরুকরণ তৈরি করেছে ৷ রবিবার সকালে কামারহাটি বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অনিন্দ্য রাজু বন্দ্য়োপাধ্য়ায়ের সমর্থনে রোড শো করেন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ৷ সেই রোড শো-এ অংশ নেন বাংলার বেশ কয়েকজন ক্রীড়াবিদ ৷ অলোক মুখোপাধ্য়ায়, রঞ্জিত মুখোপাধ্য়ায়, মিহির বসু, ভাষ্কর গঙ্গোপাধ্য়ায়,অমিত ভদ্ররা সেই রোড শো-এ ছিলেন ৷ ছিলেন মনোরঞ্জন ভট্টাচার্যও ৷ কারণ, কামারহাটি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তাঁর শ্যালক ৷ ছিলেন প্রাক্তন ফুটবলার ষষ্ঠী দুলেও ৷

বাম আমলে প্রয়াত ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীর সঙ্গেও বহু ক্রীড়াবিদকে দেখা যেত ৷ বর্তমান সরকারের আমলে তাঁদের অনেককেই শাসকদলের মঞ্চে এবং ক্রীড়ামন্ত্রীর ব্যক্তিগত আমন্ত্রণে নানা অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছে ৷ তাঁদেরই অনেককে আবার রবিবার পদ্ম শিবিরের রোড শো-এ দেখা গেল ৷ এর জেরে বঙ্গ ক্রীড়া মহলে আড়াআড়ি ভাগ হওয়ার একটা ইঙ্গিত মিলছে বলে মনে করছে ময়দান ৷

আরও পড়ুন :তৃণমূল প্রার্থীদের সমর্থনে ঝড় তুললেন দেব

অলোক মুখোপাধ্য়ায় বলছেন, তিনি মনোরঞ্জন ভট্টাচার্যের ব্যক্তিগত আমন্ত্রণে গিয়ছিলেন ৷ রোড শো-এর কথা জানতেন না ৷ কিন্তু মনোরঞ্জন ভট্টাচার্যের আমন্ত্রণে গিয়ে ফিরে এলে সিনিয়র ফুটবলারের সঙ্গে ব্যক্তিগত সম্পর্কে তার আঁচ পড়ত ৷ তাই রোড শোয়ে থাকলেও, এর পিছনে কোনও রাজনীতি নেই বলেই দাবি অলোকের ৷ আগামী 6 এপ্রিল লক্ষ্মীরতন শুক্লার আমন্ত্রণে তাঁর রোড শো-তেও যাওয়ার কথা রয়েছে অলোক মুখোপাধ্য়ায়ের ৷ তবে সেখানে যাওয়া নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি তিনি ৷

প্রসঙ্গত, অলোক মুখোপাধ্য়ায়কে দলে নেওয়ার জন্য এবং তাঁকে নির্বাচনে প্রার্থী করতে সচেষ্ট হয়েছিল বিজেপি ৷ একই অনুরোধ করা হয়েছিল ফুটবলার অমিত ভদ্রকেও ৷ যদিও শেষমেশ হাল ছাড়তে হয় বিজেপিকে ৷ পেট্রোলিয়াম বোর্ড থেকে সদ্য অবসর নেওয়া প্রাক্তন মিডফিল্ডার বর্তমান কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতির কারণে রবিবারের রোড শোয়ে ছিলেন । তাছাড়া মনোরঞ্জন ভট্টাচার্যের আমন্ত্রণ তো ছিলই ৷ ভাষ্কর গঙ্গোপাধ্য়ায়, মিহির বসু, রঞ্জিত মুখোপাধ্য়ায়ের ক্ষেত্রেও একই কথা বলা যায় ৷ তা সত্ত্বেও ময়দানের আশঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না ৷

ABOUT THE AUTHOR

...view details