পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

সায়ন্তন বসুকে নোটিস নির্বাচন কমিশনের

এবার নির্বাচন কমিশনের তোপে বিজেপি নেতা সায়ন্তন বসু ৷ তাঁর একটি মন্তব্যের জন্য তাঁকে নোটিস পাঠিয়ে 24 ঘণ্টার মধ্যে জবাবদিহি তলব করেছে কমিশন ৷

bengal election 2021_Wb_kol_01_sayantan basu  showcased for his comment_copy_7206406
সায়ন্তন বসুকে নোটিস নির্বাচন কমিশনের

By

Published : Apr 15, 2021, 10:44 PM IST

কলকাতা, 15 এপ্রিল : ‘‘আমি সায়ন্তন বসু ৷ বেশি খেলার চেষ্টা কোরো না ৷ তোমরা আমাদের একজনকে মারলে আমরা তোমাদের চারজনকে মারবো ৷’’ ভোট মরশুমে এমন মন্তব্য় করে বেকায়দায় সায়ন্তন বসু ৷ বিজেপি নেতাকে কঠোর বার্তা দিল নির্বাচন কমিশন ৷ কেন তিনি এমন এই ধরনের মন্তব্য করলেন, তা জানতে চাওয়া হল তাঁর কাছে ৷

নির্বাচন কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই তাঁর এই বিতর্কিত মন্তব্য়ের জন্য সায়ন্তন বসুর কাছে জবাবদিহি চেয়েছে নির্বাচন কমিশন ৷ পাঠানো হয়েছে নোটিস ৷ কমিশনের নির্দেশ, চিঠি পাওয়ার 24 ঘণ্টার মধ্যেই তার জবাব দিতে হবে সায়ন্তনকে ৷ নির্দেশ না মানলে আরও কঠোর পদক্ষেপ করবে কমিশন ৷

আরও পড়ুন :মমতাকে এতটা নার্ভাস আগে কখনও দেখিনি : সায়ন্তন

প্রসঙ্গত, ভোটমুখী বাংলায় নেতা, মন্ত্রীদের মুখে কুকথা, হুমকি, হুঁশিয়ারি নতুন নয় ৷ বিষয়টি নির্বাচন কমিশনেরও অজানা নয় ৷ বিভিন্ন সময় তাদের এ নিয়ে পদক্ষেপ পর্যন্ত করতে হয়েছে ৷ এমনকী, অশান্তিতে প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে, খোদ মুখ্যমন্ত্রীর বিরুদ্ধেও ৷ শীতলকুচিতে ভোটের সময় পাঁচ ভোটারের খুনের পর 24 ঘণ্টার জন্য তাঁর প্রচারে নিষেধাজ্ঞা পর্যন্ত জারি করেছে কমিশন ৷ 24 ঘণ্টার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের প্রচারের উপরও ৷

ABOUT THE AUTHOR

...view details