কলকাতা, 28 এপ্রিল :আগামী 2 মে বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিন কঠোরভাবে মানতে হবে কোভিড প্রোটোকল ৷ বুধবার এই বিষয়ে নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন ৷ সেই নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে, গণনা চলাকালীন সংক্রমণ এড়াতে ভিভিপ্যাট ও ইভিএম বারবার স্য়ানিটাইজ্ড করতে হবে ৷
এছাড়াও, প্রতিটি গণনাকেন্দ্রে যিনি নোডাল অফিসার হবেন, নোডাল হেলথ অফিসারের সহায়তায় কাজ করতে হবে তাঁকে ৷ সংশ্লিষ্ট গণনাকেন্দ্রে কোভিড বিধি মেনে গণনা করা হচ্ছে কিনা, সেই বিষয় নজর রাখতে হবে এই নোডাল অফিসারকেই ৷
সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, ভোট গণনা থেকে তা পরিচালনা, যাঁরা এই দায়িত্বে থাকবেন, নেগেটিভ করোনা রিপোর্ট ছাড়া তাঁদের কাউকেই গণনা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না ৷ দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট কর্মী ও আধিকারিকদের সকলের সঙ্গেই থাকতে হবে আরটি-পিসিআর পরীক্ষার শংসাপত্র ৷ ভোট গণনা শুরুর আগে 48 ঘন্টার মধ্যে তাঁদের করোনা পরীক্ষার নেগেটিভ রিপোর্ট জমা দিতে হবে ৷