কোচবিহার, 5 এপ্রিল :কোচবিহার পৌরসভার প্রশাসক ভূষণ সিংয়ের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সোমবার পথে নামলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিক ৷ এদিন পৌরসভার সামনেই তাঁর নেতৃত্বে চলে বিক্ষোভ ৷
এই বিষয়ে কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের বলেন, ‘‘দীর্ঘদিন ধরেই শহরবাসীকে সুষ্ঠ পরিষেবা দিতে পারছেন না ভূষণ সিং ৷ সম্প্রতি তিনি বিজেপিতে যোগ দিয়েছেন ৷ আর বিজেপিতে যোগ দিয়েই পৌরসভার সাফাইকর্মীদের সব কাজ বন্ধ করার নির্দেশ দিয়েছেন ৷’’ এমনকী তিনি সাফাইকর্মীদের বেতন বন্ধ করে দেওয়ারও হুমকি দিয়েছেন বলে দাবি অভিজিতের ৷