পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

ভোট মিটতেই চোপড়ায় বিজেপি কর্মীকে মার, কাঠগড়ায় তৃণমূল - BJP worker beaten

ভোটপর্ব মিটতেই চোপড়ায় বিজেপি কর্মীকে বেধড়ক মার ৷ ভাঙচুর করা হল তাঁর দোকানও ৷ কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস ৷ হামলার অভিযোগ অস্বীকার শাসক শিবিরের ৷

bengal election 2021_wb_ndin_01_bjp_supporter_physical_assault_wb10021
ভোট মিটতেই চোপড়ায় বিজেপি কর্মীকে মার, কাঠগড়ায় তৃণমূল

By

Published : Apr 24, 2021, 4:15 PM IST

রায়গঞ্জ, 24 এপ্রিল :ভোট পরবর্তী হিংসা অব্যাহত উত্তর দিনাজপুর জেলায় ৷ চোপড়ার সোনাপুরে বিজেপি কর্মীকে মারধর ও দোকান লুটপাটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ৷ গুরুতর জখম অবস্থায় ওই বিজেপি কর্মী বিপ্লব রায়কে প্রথমে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পরে শিলিগুড়িতে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় টহলদারি শুরু করেছে পুলিশ ৷

তবে বিজেপির তরফে এই ঘটনাকে রাজনৈতিক হিংসা বলে অভিযোগ করা হলেও তৃণমূলের পাল্টা দাবি, টাকাপয়সার ভাগবাঁটোয়ারা নিয়ে ঝামেলার জেরেই আক্রান্ত হন বিপ্লব ৷ হামলার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

আরও পড়ুন :দুষ্কৃতী হামলায় জখম তৃণমূলের পোলিং এজেন্ট ও পঞ্চায়েত সদস্য

স্থানীয় সূত্রে খবর, আক্রান্ত বিপ্লব রায় বিজেপির সক্রিয় কর্মী ৷ তিনি চোপড়ার সোনাপুরেরই বাসিন্দা ৷ তাঁর অভিযোগ, সোনাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা স্থানীয় তৃণমূল নেতা মহম্মদ শাহিদের নেতৃত্বে তাঁর উপর হামলা চালানো হয় ৷ বিপ্লবের দাবি, গত প্রায় একমাস ধরে তাঁকে ক্রমাগত হুমকি দিয়ে যাচ্ছিলেন শাহিদ ৷ এমনকী, তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় ৷ এরপর ভোটের পরদিনই , অর্থাৎ গত শুক্রবার রাতে বিপ্লবকে বাড়ি থেকে ডেকে এনে মারধর করা হয় ৷ ভাঙচুর করা হয় তাঁর দোকানও ৷

যদিও তৃণমূল নেতা মহম্মদ শাহিদ এই অভিযোগ অস্বীকার করেছেন ৷ তাঁর পাল্টা দাবি, বিজেপির অন্দরের কোন্দলের জন্যই মার খেতে হয়েছে বিপ্লবকে ৷ টাকা পয়সার ভাগবাঁটোয়ারা নিয়েই তাঁদের মধ্যে ঝামেলা শুরু হয় ৷ আর তার জেরেই এই হামলা ৷ এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই ৷ ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details