কামারহাটি , 13 এপ্রিল : কামারহাটিতে বিজেপির পোস্টার ছিড়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷
বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের দলীয় পতাকা ও পোস্টার ছিড়ে দিয়েছে ৷ এমনকি নরেন্দ্র মোদির পোস্টারে কালি লাগিয়ে সেই স্থানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগিয়ে দেওয়া হয়েছে ৷ ঘটনাটি ঘটেছে কামারহাটি বিধানসভার অন্তর্গত 10 নম্বর ওয়ার্ড হরিচরণ চ্যাটার্জী স্ট্রিটে ৷ কামারহাটিতে বিজেপির প্রার্থী রাজু বন্দ্যোপাধ্যায়ে এবং তৃণমূলের প্রার্থী মদন মিত্র ৷
বিজেপির দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে এই ঘটনার পর বিজেপি অভিযোগ দায়ের করে নির্বাচন কমিশনের কাছে ও বেলঘরিয়া থানায় ৷ অনিন্দ্য (রাজু) বন্দোপাধ্যায় বলেন, ‘‘এই ঘটনার পরিপ্রেক্ষিতে এখনও অবধি কোনও পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন ৷’’ তাঁর অভিযোগ, মদন মিত্র ভয় দেখাচ্ছেন ভোটারদের ৷
বিজেপি কর্মী তন্ময় চকলাদার জানিয়েছেন, আজ সকালে তাঁকে ফোনে জানানো হয়, বাংলা নিজের মেয়েকে চায় পোস্টার লাগিয়ে দেওয়া হয়েছে আমাদের প্রার্থীর মুখে ৷ তিনি ঘটনাস্থলে পৌঁছে দেখেন, তাঁদের দলীয় পতাকা, পোস্টার সব ছিড়ে ফেলা হয়েছে৷ সেই জায়গায় লাগানো হয়েছে মমতা বন্দোপাধ্যায়ের ছবি ৷
যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷