পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

অবাধ ভোট হলে জয় নিশ্চিত, দাবি জিতেন্দ্রর - পাণ্ডবেশ্বের

মনোনয়ন জমা দিলেন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বেরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি ৷ তাঁর দাবি, অবাধ ও শান্তিপূর্ণ ভোট হলে পাণ্ডবেশ্বরে বিজেপির জয় নিশ্চিত ৷

bengal election 2021_wb_dur_06_ jitendra Tiwari after nomination _7204345
মনোনয়ন জমার দিনেই তৃণমূলকে কটাক্ষ জিতেন্দ্রর

By

Published : Apr 5, 2021, 6:58 PM IST

দুর্গাপুর, 5 এপ্রিল : মনোনয়ন জমা দিলেন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বেরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি ৷ আর মনোনয়ন পেশের দিনই শান্তিরক্ষার আবেদনের নামে প্রতিপক্ষকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি ৷ এলাকায় অশান্তি না ছড়ানোর জন্য তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে অনুরোধ করলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জিতেন্দ্র ৷

এদিন জিতেন্দ্র বলেন, ‘‘পাণ্ডবেশ্বর বিধানসভার মানুষ শান্তি চান ৷ তাঁরা অশান্তি চান না ৷’’ জিতেন্দ্রর দাবি, বোমা, গুলির লড়াই হলে তিনি বিধায়ক হতে পারবেন না ৷ কিন্তু গণতান্ত্রিক নিয়ম মেনে নির্বাচন হলে তিনি আবারও বিধায়ক পদে আসীন হবেন ৷ প্রশ্ন উঠছে, তবে কি শিবির বদলেও জয়ের বিষয়ে নিশ্চিত হতে পারছেন না জিতেন্দ্র ? সেই কারণেই আগেভাগে ভোট ঘিরে অশান্তির সম্ভাবনার কথা বললেন তিনি ?

আরও পড়ুন :বোমা, গুলির সঙ্গে আমি পারব না : জিতেন্দ্র

জিতেন্দ্র নিজে অবশ্য এই তত্ত্ব মানতে নারাজ ৷ তৃণমূল প্রসঙ্গে বলতে গিয়ে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কথাও বলেন তিনি ৷ অনুব্রতকে খোঁচা দিয়ে তিনি বলেন, ‘‘অনুব্রত মণ্ডলের অক্সিজেন শেষ হয়ে গিয়েছে ৷ বীরভূম ছেড়ে অনুব্রতবাবু নাকি পাণ্ডবেশ্বরে আসবেন অক্সিজেন জোগাতে ! তবে তো বিজেপির জয় নিশ্চিত ৷ পাণ্ডবেশ্বর বিধানসভার মানুষই এর বিচার করবেন ৷ এবার দুর্নীতি বন্ধ হবে পাণ্ডবেশ্বরে ৷’’

ABOUT THE AUTHOR

...view details