দুর্গাপুর, 5 এপ্রিল : মনোনয়ন জমা দিলেন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বেরের বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি ৷ আর মনোনয়ন পেশের দিনই শান্তিরক্ষার আবেদনের নামে প্রতিপক্ষকে কটাক্ষ করতে ছাড়লেন না তিনি ৷ এলাকায় অশান্তি না ছড়ানোর জন্য তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীকে অনুরোধ করলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া জিতেন্দ্র ৷
এদিন জিতেন্দ্র বলেন, ‘‘পাণ্ডবেশ্বর বিধানসভার মানুষ শান্তি চান ৷ তাঁরা অশান্তি চান না ৷’’ জিতেন্দ্রর দাবি, বোমা, গুলির লড়াই হলে তিনি বিধায়ক হতে পারবেন না ৷ কিন্তু গণতান্ত্রিক নিয়ম মেনে নির্বাচন হলে তিনি আবারও বিধায়ক পদে আসীন হবেন ৷ প্রশ্ন উঠছে, তবে কি শিবির বদলেও জয়ের বিষয়ে নিশ্চিত হতে পারছেন না জিতেন্দ্র ? সেই কারণেই আগেভাগে ভোট ঘিরে অশান্তির সম্ভাবনার কথা বললেন তিনি ?