নিউটাউন, 6 এপ্রিল : নিউটাউনের শুল্যংগুড়ি এলাকায় বিজেপি প্রার্থী ভাস্কর রায়ের ফ্লেক্স, ব্যানার ছেড়ার অভিযোগ। অভিযোগের তির তৃণমূলের দিকে ৷ ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ৷ তাদের পাল্টা দাবি, প্রচার পেতে নিজেদের ব্য়ানার নিজেরাই ছিড়েছে বিজেপি ৷
বিজেপির দাবি, রাজারহাট-নিউটাউন বিধানসভা কেন্দ্রে তাদের দলীয় প্রার্থী ভাস্কর রায়ের একাধিক ফ্লেক্স ও ব্যানার লাগানো হয়েছিল ৷ নিউটাউনের শুল্যংগুড়ি, রামমন্দির, অটি, বড়পুকুর এলাকায় এগুলি লাগিয়েছিলেন বিজেপির কর্মীরা ৷ অভিযোগ, সোমবার রাতে ওই এলাকার একাধিক ফ্লেক্স ও ব্যানার ছিড়ে ফেলা হয় ৷