কালিম্পং, 21 মার্চ : পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী পাহাড়ের তিনটি বিধানসভা আসনে প্রার্থী ঘোষণা করল বিনয়পন্থী গোর্খা জনমুক্তি মোর্চা ৷ রবিবার দুপুরে কালিম্পংয়ের মংপুর খেলা ময়দানে একটি বিশাল জনসভার মাধ্যমে তিন প্রার্থীর নাম ঘোষণার পাশাপাশি ইস্তাহারও প্রকাশ করে বিনয়পন্থী মোর্চা ৷
এদিনের জনসভায় উপস্থিত ছিলেন মোর্চা সভাপতি বিনয় তামাং এবং সাধারণ সম্পাদক অনিত থাপা ৷ কালিম্পং বিধানসভা কেন্দ্রে রুদেন সাদা লেপচা, দার্জিলিং বিধানসভা আসনের জন্য কেশবরাজ পোখরেল এবং কার্শিয়াং বিধানসভা আসনের জন্য শিরিং লামাকে (দাহাল) মনোনীত করা হয় ৷ এদিনের জনসভায় কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো ৷
মূলত পাহাড়বাসীর চাহিদাকে মাথায় রেখেই প্রার্থী বাছাই করা হয়েছে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে ৷ মহিলাদের প্রতিনিধি হিসেবে কার্শিয়াং বিধানসভায় শিরিং দাহালকে, যুব সমাজের প্রতিনিধি হিসেবে কেশবরাজ পোখরেল এবং শিক্ষিত সমাজের প্রতিনিধি হিসেবে কালিম্পং থেকে রুদেন লেপচাকে প্রতিনিধি করা হয়য়েছে ৷ প্রত্যেকেই আগামী 24 মার্চ মনোনয়ন জমা দেবেন বলে জানিয়েছেন বিনয় তামাং ৷