কলকাতা, 2 মে : একুশের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে বিজেপির স্লোগান ছিল, ‘অব কি বার, দোশো পার’ ৷ গেরুয়া শিবিরের দাবি করেছিল, এবার বাংলায় হবে আসল পরিবর্তন ৷ 200-রও বেশি আসন নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়বে বিজেপিই ৷ স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের মুখেও শোনা গিয়েছিল সেই স্লোগান ৷ কিন্তু 2 মে ভোটের গণনা শুরু হতেই ট্রেন্ড গড়াতে শুরু করে অন্য দিকে ৷
এদিন প্রথম থেকেই এগিয়ে যায় রাজ্য়ের তৃণমূল কংগ্রেস ৷ বেলা যত বাড়ে, ততই বাড়ে ব্য়বধান ৷ ঘড়ির কাঁটা দুপুর বারোটার ঘর ছুঁতে না ছুঁতেই ট্রেন্ড বুঝিয়ে দেয়, এবারও হয়তো 200-রও বেশি আসনে জিততে চলেছে মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের দল ৷ অন্তত এই সময়ের মধ্যে 200টিরও বেশি আসনে এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস ৷ আর তারপরই অমিত শাহের একটি পুরনো ভিডিও ফুটেজ টুইটারে পোস্ট করেন তৃণমূল সাংসদ ডেরেক ও’ব্রায়েন ৷ যেখানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে শোনা যায়, ‘‘আমি আপনাদের বলে যাচ্ছি, 200-র বেশি আসন নিয়ে বিজেপি ক্ষমতায় আসবে ৷’’