পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

করোনা আবহেও ভিড় নিয়ে মশকরা বাবুল সুপ্রিয়র

বুধবার নদিয়ার রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অসীম বিশ্বাসের সমর্থনে রোড শো করেন বাবুল সুপ্রিম ৷ করেন পথসভা ৷ সভায় ভিড় দেখে উৎসাহী কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য, তৃণমূলকে হারিয়ে বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপি ৷ নরেন্দ্র মোদির নেতৃত্বে এত বড় একটা কর্মকাণ্ড ঘটছে ৷ ‘‘সেখানে ভিড় হবে না, ছেলেরা একটু ঠেলাঠেলি করবে না, তা কী হয় !’’ করোনা আবহে একজন মন্ত্রীর মুখে এমন মন্তব্য আমজনতাকে আরও বেপরোয়া করে তুলবে না তো ? উঠছে প্রশ্ন ৷

bengal election 2021_WB_NAD_04_RANAGHAT_BABUL_WB10029
করোনা আবহেও ভিড় নিয়ে মশকরা বাবুল সুপ্রিয়র

By

Published : Apr 14, 2021, 9:00 PM IST

রানাঘাট, 14 এপ্রিল : একদিকে যখন প্রতিদিন নতুন রেকর্ড তৈরি করছে করোনার সংক্রমণ, অন্যদিকে ঠিক তখনই ভিড়ে ঠেলাঠেলির মতো ঘটনাকে কার্যত ফুৎকারে উড়িয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির টালিগঞ্জের প্রার্থী বাবুল সুপ্রিয় ৷

বুধবার নদিয়ার রানাঘাটে দলীয় প্রার্থী অসীম বিশ্বাসের নির্বাচনী প্রচারে আসেন বাবুল ৷ সেখানেই তিনি বলেন, তৃণমূলকে হারিয়ে বাংলায় সরকার গড়তে চলেছে বিজেপি ৷ নরেন্দ্র মোদির নেতৃত্বে এত বড় একটা কর্মকাণ্ড ঘটছে ৷ ‘‘সেখানে ভিড় হবে না, ছেলেরা একটু ঠেলাঠেলি করবে না, তা কী হয় !’’

প্রশ্ন উঠছে, যখন বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা বারবার বলছেন করোনাবিধি মেনে চলতে, নির্বাচনী প্রচারগুলিতে যেভাবে করোনা বিধি শিকেয় তোলা হচ্ছে, সমালোচনা চলছে তা নিয়েও, ঠিক তখনই একজন কেন্দ্রীয় মন্ত্রীর এমন মন্তব্য় কি মানুষকে আরও বেপরোয়া করে তুলবে না ?

নদিয়ার রানাঘাট উত্তর-পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী অসীম বিশ্বাস ৷ তাঁর সমর্থনেই এদিন রোড শো করেন বাবুল ৷ করেন একটি পথসভাও ৷ মন্ত্রীকে দেখতে উপচে পড়ে ভিড়় ৷ সেই ভিড়ে অধিকাংশ মানুষের মুখে মাস্ক ছিল না ৷ এমনকী, মন্ত্রীর নিজের মাস্কও ছিল থুতনিতে ৷

বুধবার রানাঘাটে নির্বাচনী প্রচার বাবুল সুপ্রিয়র ৷

আরও পড়ুন :ধর্ম নিয়ে যাঁরা রাজনীতি করছে তাঁদের গ্রেফতার করতে হবে কমিশনকে : কৃষ্ণনগরে মীনাক্ষী

শুধুমাত্র বিজেপি নয় ৷ অভিযোগ, কোনও রাজনৈতিক দলের প্রচার কর্মসূচিতে মানা হচ্ছে না করোনা বিধি ৷ তা নিয়ে নেতানেত্রীদেরও খুব একটা হেলদোল দেখা যাচ্ছে না ৷ তাঁদের কাছে আপাতত ভোটে জেতাটাই লক্ষ্য ৷ তাতে যদি ভোটারদের স্বাস্থ্যও শিকেয় ওঠে তো কুছ পরোয়া নেহি ৷ কিন্তু মঞ্চে দাঁড়িয়ে একজন নেতা, একজন মন্ত্রী ভিড়ে ঠেলাঠেলি নিয়ে মশকরা করেন কীভাবে, তা নিয়ে প্রশ্ন উঠছে ৷

এদিন নাম না করে বিরোধীদের ভূত-পেত্নির সঙ্গেও তুলনা করেন বাবুল ৷ তিনি বলেন, ভূতপেত্নিরা অনেক কিছু বলছে ৷ ওদের কাছে গিয়ে জয় শ্রীরাম বলুন ৷ সব দূরে পালিয়ে যাবে ৷

ABOUT THE AUTHOR

...view details