জলপাইগুড়ি, 12 এপ্রিল : বিজেপি নেতাদের নির্দেশেই কোচবিহারের শীতলকুচিতে সাধারণ ভোটারদের লক্ষ্য করে গুলি চালিয়েছে কেন্দ্রীয় বাহিনী ৷ সোমবার জলপাইগুড়ির ময়নাগুড়ির সভামঞ্চ থেকে এমনই অভিযোগ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷
অভিষেকের অভিযোগ, বিজেপি নেতৃত্বের নির্দেশ মাফিক কাজ করছে বাহিনী ৷ সম্প্রতি বিজেপি নেতা সায়ন্তন বসুর একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায় ৷ যেখানে সায়ন্তনকে বলতে শোনা যাচ্ছে, কেন্দ্রীয় বাহিনীকে তিনি বলে দেবেন, পা নয়, বুক লক্ষ্য় করে গুলি করতে ৷ শীতলকুচির ঘটনার পর সায়ন্তনের এই ভিডিয়ো নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে ৷ এদিন ময়নাগুড়িতে সভামঞ্চ থেকেই মাইকে সায়ন্তনের সেই বক্তব্য সভাস্থলে উপস্থিত মানুষকে শোনান অভিষেক ৷
এর পাশাপাশি, শীতলকুচির ঘটনার জন্য বিজেপির রাজ্য় ও কেন্দ্রীয় নেতৃত্বকেও কাঠগড়ায় তোলেন অভিষেক ৷ ঘটনার পর বরাহনগরে দিলীপ ঘোষ একটি নির্বাচনী প্রচারে হুমকি দেন, প্রয়োজনে রাজ্য়ের অন্যান্য় জায়গাতেও শীতলকুচির মতোই ঘটনা ঘটবে ৷ এদিন দিলীপের সেই মন্তব্য়েরও কড়া সমালোচনা করেন অভিষেক ৷