পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

2 মে পদ্মফুল চোখে সরষে ফুল দেখবে, জয়নগরে তোপ অভিষেকের - assembly election 2021

জয়নগরের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ দাসের সমর্থনে জনসভা করলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভামঞ্চে তাঁর ঘোষণা, ‘‘2 মে ইভিএম যখন খুলবে, পদ্মফুল তখন চোখে সরষে ফুল দেখবে ৷’’

bengal election 2021_People of Joynagar will eat BJP leaders in Joynagar on 6th: Abhishek Banerjee from public meeting in Joynagar
2 মে পদ্মফুল চোখে সরষে ফুল দেখবে, জয়নগরে তোপ অভিষেকের

By

Published : Apr 4, 2021, 4:53 PM IST

জয়নগর, 4 এপ্রিল : তৃতীয় দফার নির্বাচনের প্রচার পর্বের শেষলগ্নে রবিবার দক্ষিণ 24 পরগনার জয়নগরে জনসভা করলেন ডায়মন্ডহারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। জয়নগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিশ্বনাথ দাসের সমর্থনে এই সভার আয়োজন করা হয়েছিল ৷

এদিন জয়নগরের জনসভা থেকে অভিষেক বলেন, ‘‘আগামী দিনে বহিরাগতদের কাছে জয়নগরের মাটির বশ্যতা স্বীকার করবে না ৷ এই মাটি দক্ষিণ 24 পরগনার আবেগ, জয়নগরের মানুষের আবেগ মধ্যপ্রদেশের ও দিল্লির নেতাদের কাছে বিক্রি করবে না ৷’’

কয়েকদিন আগে জয়নগরের এই মাঠেই সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ সেই সভা প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘কয়েকদিন আগে জয়নগরের এই মাটিতেই জনসভা করেন নরেন্দ্র মোদি ৷ জয়নগরের মানুষ অধীর আগ্রহে শুনছিলেন ভারতের প্রধানমন্ত্রী জয়নগরের মানুষের জন্য কী ঘোষণা করেন ৷ কিন্তু সেই সম্পর্কে কিছুই বলেননি প্রধানমন্ত্রী ৷ তিনি শুধু মমতা বন্দ্যোপাধ্য়ায়কে হঠানোর কথা বলেছেন ৷’’

রবিবার জয়নগরে শেষবেলার প্রচারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় ৷

আরও পড়ুন :বিজেপি বিনামূল্য়ে ভাষণ দেয় আর তৃণমূল দেয় রেশন, কুলতলির সভায় অভিষেক

অভিষেকের দাবি, বিজেপি, সিপিএম, কংগ্রেস ৷ সবাই বলছে তৃণমূলকে হঠাতে হবে ৷ কিন্তু বাংলার মানুষের মন থেকে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে হঠানো সম্ভব নয় ৷ তাঁর অভিযোগ, একদিকে যখন মাওবাদী হামলায় প্রাণ যাচ্ছে নিরাপত্তাবাহিনীর জওয়ানদের, তখনও বাংলায় ভোটের প্রচার চালিয়ে যাচ্ছেন মোদি, শাহরা ৷ এই প্রসঙ্গে বিজেপি নেতাদের দেশপ্রেম নিয়েও কটাক্ষ করেন অভিষেক ৷ তাঁর স্পষ্ট বার্তা, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলই জিতবে ৷ এদিনের সভামঞ্চে তিনি বলেন, ‘‘2 মে ইভিএম যখন খুলবে, পদ্মফুল তখন চোখে সরষে ফুল দেখবে ৷’’

ABOUT THE AUTHOR

...view details