পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

খড়গ্রামে উদ্ধার 60টি বোমা - 60টি বোমা উদ্ধার

মুর্শিদাবাদের খড়গ্রামে 60টি বোমা উদ্ধার ৷ ঘাসের বনে বোমাভর্তি বালতি দু’টি রাখা হয়েছিল ৷ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয় বাসিন্দারা ৷ পরে বম্ব স্কোয়াডের কর্মীরা এসে সেগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করেন ৷

bengal election 2021_wb-msd-bomb-seized-02-wb10031
মুর্শিদাবাদের খড়গ্রামে 60টি বোমা উদ্ধার

By

Published : Apr 4, 2021, 7:09 PM IST

খড়গ্রাম, 4 এপ্রিল : বিধানসভা নির্বাচনের আগে 60টি বোমা উদ্ধার করল মুর্শিদাবাদের খড়গ্রাম থানার পুলিশ ৷ ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে সাদল গ্রাম পঞ্চায়েতের সুন্দরপুর গ্রামে ৷ রবিবার স্থানীয় সূত্রে খবর পেয়ে পুলিশ ঘাসের জঙ্গল থেকে দু’বালতি বোমা বাজেয়াপ্ত করে ৷ বম্ব স্কোয়াডে খবর দিলে তারা এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে ৷ কে বা কারা, কী উদ্দেশ্যে বোমাগুলি মজুত করে রেখেছিল তা খতিয়ে দেখছে খড়গ্রাম থানার পুলিশ ৷

মুর্শিদাবাদে যে কোনও নির্বাচন মানেই রক্তক্ষয় ৷ বিগত দিনের নির্বাচনী ইতিহাস ঘাঁটলে এমন তথ্যই উঠে আসে ৷ বিশেষ করে এর আগে পঞ্চায়েত নির্বাচনের দিনই রাজনৈতিক হিংসার বলি হয়েছিলেন 12 জন। পরবর্তীতেও বারবার এমন ঘটনা ঘটেছে ৷ এবারের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় ভোট হবে দু’দফায় ৷ সেই দিনক্ষণ যত এগিয়ে আসছে, জেলায় রাজনৈতিক উত্তেজনার পারদও ততই বাড়ছে ৷ সাধারণ মানুষের দাবি, মুর্শিদাবাদ জেলা কার্যত বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে রয়েছে ৷

উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড ৷

আরও পড়ুন :30টি বোমা উদ্ধার সুতিতে

জেলাবাসীর অভিযোগ, পুলিশ প্রশাসনের নজরদারির অভাবেই রাজনীতির কারবারিরা বেপরোয়া হয়ে উঠেছে ৷ আর রাজনৈতিকভাবে বরাবরই উত্তেজনাপ্রবণ সাদল গ্রাম পঞ্চায়েত ৷ হিংসার ঘটনা এখানে নিতুন কিছু নয় ৷ এদিন স্থানীয় বাসিন্দারাই পুকুর লাগোয়া ঘাসের বনে বোমার বালতি দু’টি দেখতে পান ৷ সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হয় ৷ পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে বম্ব স্কোয়াডে খবর দেয়। বম্ব স্কোয়াডের কর্মীরা এসে বোমাগুলি উদ্ধার করে নিষ্ক্রিয় করেন ৷ এদিনের এই ঘটনার জেরে জেলায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details