পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

বিজেপি প্রার্থী নাপসন্দ দাড়িভিট কাণ্ডে নিহতদের পরিবারের

বিজেপির আচরণে ক্ষুব্ধ দাড়িভিট কাণ্ডে নিহত দুই ছাত্রের পরিবার ৷ অভিযোগ, এলাকার বিজেপি প্রার্থী তাঁদের কোনও খোঁজ নেন না ৷ লোকসভার ভোটে জেতার পর থেকে দেখা মেলে না সাংসদ দেবশ্রী চৌধুরীরও ৷ এরপর যদি প্রার্থী নিহতদের বাড়িতে আসার চেষ্টা করেন, তবে তাঁকে আর ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিলেন নিহত ছাত্রদের পরিবারের সদস্যরা ৷

bengal assembly election 2021_wb_ndin_01_draivit_against_bjp_wb10021
বিজেপির প্রার্থী নাপসন্দ দাড়িভিট কাণ্ডে নিহতদের পরিবারের

By

Published : Mar 22, 2021, 2:22 PM IST

রায়গঞ্জ, 22 মার্চ : উত্তর দিনাজপুর জেলায় দাড়িভিট বিজেপিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে ৷ এই দাড়িভিটে ‘পুলিশের গুলিতে নিহত’ দুই ছাত্রকে নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল ৷ কিন্তু নিহত ছাত্রদের পরিবার আসন্ন বিধানসভা নির্বাচনে ইসলামপুরের বিজেপি প্রার্থীকে তাঁদের বাড়ি, এলাকা, এমনকী নিহত দুই ছাত্রের সমাধিস্থলে পর্যন্ত ঢুকতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ৷

বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলার প্রার্থীদের নাম (ইটাহার ও করণদিঘি আসন বাদে) ঘোষণা করা হয়েছে ৷ ইসলামপুরে স্থানীয় চিকিৎসক সৌম্যরূপ মণ্ডলকে প্রার্থী করা হয়েছে ৷ এর প্রতিবাদে ও প্রার্থী বদলের দাবিতে ইতিমধ্যেই দাড়িভিট এলাকায় বিজেপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন দলীয় কর্মী ও সমর্থকরা ৷ এই বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে দাড়িভিট কাণ্ডে নিহতদের পরিবারও ৷

2018 সালের 20 সেপ্টেম্বর ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে বাংলা ভাষায় শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে ৷ সেই আন্দোলন আয়ত্তে আনতে পুলিশকে গুলি চালাতে হয় ৷ অভিযোগ, পুলিশের ছোড়া গুলিতেই প্রাণ যায় রাজেশ সরকার ও তাপস বর্মন নামে দুই ছাত্রের ৷ অন্য এক ছাত্র গুলিতে মারাত্মক জখম হয় ৷ দোষী পুলিশ কর্মীদের শাস্তি ও সিবিআই তদন্তের দাবিতে এলাকার বাসিন্দারা আন্দোলন শুরু করেন ৷

বিজেপি প্রথম থেকেই এই আন্দোলনের পুরোভাগে ছিল ৷ এই আন্দোলনের জেরে ওই স্কুল প্রায় তিনমাস বন্ধ ছিল ৷ বিজেপি এর প্রতিবাদে রাজ্যে ধর্মঘট ডাকে ৷ পুলিশের সঙ্গে বিজেপির আন্দোলনকারীদের একাধিকবার সংঘর্ষ হয় ৷ ওই আন্দোলন চলাকালীন বিজেপি বাদে অন্য কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিরা এলাকায় ঢুকতে পর্যন্ত পারেননি ৷

রাজ্য সরকার ঘটনার তদন্তভার সিআইডি-কে দেয় ৷ কিন্তু সিবিআই তদন্তের দাবিতে অনড় নিহত দুই ছাত্রের পরিবার মৃতদেহ সৎকার না করে নদীর পাড়ে সমাধিস্থ করে রাখে ৷ এরপর লোকসভা নির্বাচনে বিজেপি প্রার্থী দেবশ্রী চৌধুরী সেই সমাধিতে শ্রদ্ধা জানিয়ে, নিহত দুই ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করে তাঁর প্রচার শুরু করেন ৷

বিজেপি প্রার্থীকে বাড়িতেও ঢুকতে দিতে নারাজ নিহত তাপস বর্মনের মা মঞ্জু বর্মন ৷

আরও পড়ুন :দাড়িভিটে নিহতদের স্মরণে ভাষা দিবস পালনের দাবি জেলা BJP-র

প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ নেওয়ার সময় খোদ নরেন্দ্র মোদিও নিহত দুই ছাত্রের পরিবারকে আমন্ত্রণ জানান ৷ তাঁদের সিবিআই তদন্তের আশ্বাসও দেওয়া হয় ৷ সেই থেকেই দাড়িভিট এই জেলায় বিজেপির শক্ত ঘাঁটি হয়ে ওঠে। কিন্তু ইসলামপুরের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা হতেই বেঁকে বসে নিহতদের পরিবার ৷

নিহত তাপস বর্মনের মা মঞ্জু বর্মন বলেন, ‘‘ইসলামপুরের বিজেপি প্রার্থী সৌম্যরূপ মণ্ডলকে আমার, আমাদের পরিবারের ও এলাকার বাসিন্দের পছন্দ নয় ৷ এত দিনে একবারও তিনি আমাদের খোঁজ নেননি ৷ কিছুদিন আগে এলাকার বাসিন্দারা তাপস ও রাজেশের সমাধি তৈরির উদ্যোগ নিয়েছিলেন ৷ স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাতে বাধা দেয় ৷ আমরা সাহায্যের জন্য তাঁর দ্বারস্থ হয়েছিলাম ৷ কিন্তু তিনি আমাদের আমলই দেননি ৷ লোকসভা নির্বাচনে জেতার পর দেবশ্রী চৌধুরী বলেছেন, তাপস ও রাজেশের মৃত্যুর সেন্টিমেন্টে তিনি জেতেননি ৷ মন্ত্রীর সঙ্গেও আমাদের কোনও কথা নেই ৷ প্রার্থী হিসেবে সৌম্যরূপ মণ্ডল এলাকায় এলে তাঁকে আমাদের বাড়িতে ঢুকতে দেব না ৷ সমাধিস্থলেও যেতে দেব না ৷’’

ABOUT THE AUTHOR

...view details