রায়গঞ্জ, 22 মার্চ : উত্তর দিনাজপুর জেলায় দাড়িভিট বিজেপিকে বাড়তি অক্সিজেন জুগিয়েছে ৷ এই দাড়িভিটে ‘পুলিশের গুলিতে নিহত’ দুই ছাত্রকে নিয়ে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিয়েছিল ৷ কিন্তু নিহত ছাত্রদের পরিবার আসন্ন বিধানসভা নির্বাচনে ইসলামপুরের বিজেপি প্রার্থীকে তাঁদের বাড়ি, এলাকা, এমনকী নিহত দুই ছাত্রের সমাধিস্থলে পর্যন্ত ঢুকতে দেবে না বলে সাফ জানিয়ে দিয়েছে ৷
বিজেপির পক্ষ থেকে ইতিমধ্যেই উত্তর দিনাজপুর জেলার প্রার্থীদের নাম (ইটাহার ও করণদিঘি আসন বাদে) ঘোষণা করা হয়েছে ৷ ইসলামপুরে স্থানীয় চিকিৎসক সৌম্যরূপ মণ্ডলকে প্রার্থী করা হয়েছে ৷ এর প্রতিবাদে ও প্রার্থী বদলের দাবিতে ইতিমধ্যেই দাড়িভিট এলাকায় বিজেপির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন দলীয় কর্মী ও সমর্থকরা ৷ এই বিক্ষোভ আন্দোলনে সামিল হয়েছে দাড়িভিট কাণ্ডে নিহতদের পরিবারও ৷
2018 সালের 20 সেপ্টেম্বর ইসলামপুরের দাড়িভিট হাইস্কুলে বাংলা ভাষায় শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীরা আন্দোলন শুরু করে ৷ সেই আন্দোলন আয়ত্তে আনতে পুলিশকে গুলি চালাতে হয় ৷ অভিযোগ, পুলিশের ছোড়া গুলিতেই প্রাণ যায় রাজেশ সরকার ও তাপস বর্মন নামে দুই ছাত্রের ৷ অন্য এক ছাত্র গুলিতে মারাত্মক জখম হয় ৷ দোষী পুলিশ কর্মীদের শাস্তি ও সিবিআই তদন্তের দাবিতে এলাকার বাসিন্দারা আন্দোলন শুরু করেন ৷
বিজেপি প্রথম থেকেই এই আন্দোলনের পুরোভাগে ছিল ৷ এই আন্দোলনের জেরে ওই স্কুল প্রায় তিনমাস বন্ধ ছিল ৷ বিজেপি এর প্রতিবাদে রাজ্যে ধর্মঘট ডাকে ৷ পুলিশের সঙ্গে বিজেপির আন্দোলনকারীদের একাধিকবার সংঘর্ষ হয় ৷ ওই আন্দোলন চলাকালীন বিজেপি বাদে অন্য কোনও রাজনৈতিক দলের প্রতিনিধিরা এলাকায় ঢুকতে পর্যন্ত পারেননি ৷