পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

মিথ্যা বলছেন মমতা, নোটিস ধরাক কমিশন ; দাবি বিজেপির

নির্বাচনী জনসভায় মিথ্যা বলছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ তাই তাঁকে নোটিস ধরাক নির্বাচন কমিশন ৷ শুক্রবার এই দাবিতেই কমিশনের দ্বারস্থ হলেন বিজেপির প্রতিনিধিরা ৷

bengal assembly election 2021_bjp delegates go to election commission demanding notice against mamata banerjee
মমতাকে নোটিস ধরাক কমিশন, দাবি বিজেপির

By

Published : Mar 19, 2021, 6:32 PM IST

Updated : Mar 19, 2021, 6:59 PM IST

নয়াদিল্লি, 19 মার্চ : নির্বাচনী জনসভার মঞ্চ থেকে তথ্য পেশের নামে মিথ্যা ভাষণ করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় ৷ কেন এবং কীসের ভিত্তিতে তিনি এসব কথা বলছেন, তা জানতে চেয়ে বাংলার মুখ্যমন্ত্রীকে নোটিস ধরাক নির্বাচন কমিশন ৷ মূলত এই দাবিকে সামনে রেখেই শুক্রবার বিকেলে নয়াদিল্লিতে কমিশনের সদর দফতরে যান বিজেপির প্রতিনিধিরা ৷ তাঁদের দাবি, কমিশন সব দিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ৷

এদিন নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে কথা বলে বেরোনোর পর সাংবাদিকদের মুখোমুখি হন বিজেপি প্রতিনিধি দলের সদস্যরা ৷ ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, প্রবীণ বিজেপি নেতা ভূপেন্দ্র যাদব-সহ অন্যরা ৷ তাঁরা জানান, কমিশনের কাছে মূলত তিনটি বিষয় তুলে ধরেছেন তাঁরা ৷ যার প্রথমটাই হল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ ৷

বিজেপি নেতৃত্বের দাবি, ভোটের প্রচার কর্মসূচিকে কার্যত মিথ্যা ভাষণের কর্মসূচিতে পর্যবসিত করেছেন মমতা ৷ এই প্রসঙ্গে তুলে ধরা হয়েছে দু’টি বিষয় ৷ বিজেপি প্রতিনিধিদের অভিযোগ, নির্বাচনী জনসভার মঞ্চ থেকেই প্রবীণ বিজেপি নেতাদের সম্পর্কে একের পর এক ভুল তথ্য পেশ করছেন মমতা ৷ বিশেষত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে যে ভাষায় আক্রমণ করা হচ্ছে, তা একজন মুখ্যমন্ত্রীকে কখনই মানায় না ৷ সম্প্রতি একাধিক জনসভায় মুখ্যমন্ত্রী দাবি করেন, অমিত শাহের অঙ্গুলি হেলনেই কাজ করছে নির্বাচন কমিশন ৷ মমতার এই অভিযোগ নির্বাচন কমিশনের মতো একটি সাংবিধানিক সংস্থার পক্ষেও যথেষ্ট অবমাননাকর বলেই মত বিজেপির ৷

এছাড়া, নন্দীগ্রামে মুখ্যমন্ত্রী আহত হওয়ার পর একাধিক জনসভায় বার্তা দিয়েছেন, তাঁর উপর ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়েছিল ৷ ঘটনার পিছনে পরোক্ষে ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করতে চেয়েছেন তিনি ৷ অথচ, সংশ্লিষ্ট সবক’টি তদন্তেই বলা হয়েছে এটি আসলে দুর্ঘটনাই ছিল ৷ বিজেপির অভিযোগ, ভোট মরশুমে মানুষের সমবেদনা পেতেই মিথ্যা প্রচার করছেন মমতা ৷

আরও পড়ুন :বুথে রাজ্য পুলিশকেও রাখার দাবি তৃণমূলের

মমতা কেন এবং কীসের ভিত্তিতে এইসব কথা বলছেন, তা স্পষ্ট হওয়া দরকার বলেই মনে করে গেরুয়া শিবির ৷ তাদের আবেদন, নির্বাচন কমিশন এ নিয়ে নোটিস পাঠাক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে ৷ বিজেপি প্রতিনিধিদের দাবি, তাঁদের এই আবেদন খতিয়ে দেখে ব্য়বস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন ৷

এছাড়া, কমিশনের কাছে বাংলার হিংসাত্মক পরিবেশ নিয়েও সরব হয়েছে বিজেপি ৷ তাদের যুক্তি, গত পঞ্চায়েত নির্বাচনে অনেক খুনোখুনি, হানাহানির সাক্ষী থেকেছে বঙ্গবাসী ৷ সম্প্রতি নন্দীগ্রামে আক্রান্ত হয়েছেন বিজেপি কর্মীরা ৷ পুরুলিয়ায় ভাঙচুর করা হয়েছে বিজেপির রথ ৷ বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতেও হামলা চালানো হয়েছে ৷ নির্বাচন কমিশন যাতে এই হানাহানি রুখতে পদক্ষেপ করে, সেই আবেদন জানিয়েছেন বিজেপির প্রতিনিধিরা ৷

এদিন বিজেপির তৃতীয় দাবি ছিল কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন নিয়ে ৷ তাদের প্রস্তাব, কেন্দ্রীয় বাহিনীকে বুথের ভিতরেও মোতায়েন করা হোক ৷ যাতে জওয়ানরা ছাপ্পা ভোট রুখতে পারেন এবং প্রত্য়েক ভোটারের পরিচয়পত্র পরীক্ষা করে দেখতে পারেন ৷ কমিশন তাঁদের সবক’টি দাবিই খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন বিজেপির প্রতিনিধিরা ৷

Last Updated : Mar 19, 2021, 6:59 PM IST

ABOUT THE AUTHOR

...view details