ডানকুনি, 21 মার্চ :ব্যানার ছেঁড়াকে কেন্দ্র করে উত্তেজনা ডানকুনিতে ৷ ডানকুনির 15 নম্বর ওয়ার্ডে চণ্ডীতলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী যশ দাশগুপ্তের বেশ কিছু ব্যানার লাগানো ছিল ৷ সেই ব্যানারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবিও ছিল ৷
বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাদের এই ব্যানার ছিঁড়েছে ৷ যদিও তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের পাল্টা দাবি ,তৃণমূল এমন নোংরা কাজ করতে পারে না ৷ বিজেপি লোকেরাই ব্য়ানার ছিঁড়ে অন্যের ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা করছে ৷
ডানকুনিতে বিজেপি প্রার্থীর ব্যানার ছেঁড়া নিয়ে উত্তেজনা ৷ প্রসঙ্গত, শনিবারই তৃণমূল প্রার্থী সাথী খন্দেকরের দেওয়াল লিখনে কালি লেপে দেওয়া হয় ৷ তারপরই রাতের অন্ধকারে কে বা কারা বিজেপির ব্যানার ছিঁড়ে দিয়ে যায় ৷ যা নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে ৷
আরও পড়ুন :শিলিগুড়িতে বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষের বিরুদ্ধে শহর জুড়ে পোস্টার
ডানকুনির এক বিজেপি নেতা কৃষ্ণেন্দু মিত্র এই প্রসঙ্গে বলেন, ‘‘যাঁরা এমন করছেন, তাঁরা আসলে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গিয়েছেন ৷ তাই বিজেপির ব্যানার ছিঁড়ে রাজনীতি করতে হচ্ছে ৷ আগে এমন ছিল না ৷ এলাকাকে অশান্ত করতেই এসব করা হচ্ছে ৷ তবে মানুষ বিজেপির সঙ্গেই আছে ৷’’