কোচবিহার, 19 মার্চ : রাজ্য়ের বর্তমান দুই মন্ত্রী-সহ কোচবিহারের পাঁচ হেভিওয়েট তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিলেন শুক্রবার ৷ এদিন জেলার বিভিন্ন মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পেশ করেন তাঁরা ৷ প্রত্যেকেই কোনও না কোনও ধর্মীয় স্থানে মাথা ঠেকিয়ে তারপর অনুগামীদের নিয়ে যান মনোনয়ন জমা দিতে ৷ পাশাপাশি এদিনই জেলার সাতজন সংযুক্ত মোর্চা মনোনীত বামপ্রার্থীও তাঁদের মনোনয়ন পেশ করেন ৷
চতুর্থ দফায় আগামী 10 এপ্রিল ভোট হবে কোচবিহার জেলার ন’টি বিধানসভা আসনে ৷ 16 মার্চ থেকে মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ 23 মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শুক্রবার সকালে কোচবিহার মদনমোহন বাড়িতে এবং নতুন মসজিদে প্রার্থনা করে তুফানগঞ্জের মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷