পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / elections

মনোনয়ন পেশ কোচবিহারের পাঁচ হেভিওয়েট তৃণমূল প্রার্থীর - পাঁচ তৃণমূল প্রার্থী

আগামী 10 এপ্রিল ভোট কোচবিহারের ন’টি বিধানসভা আসনে ৷ তার মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে গত 16 মার্চ থেকে ৷ চলবে 23 মার্চ পর্যন্ত ৷ শুক্রবার মনোনয়ন পেশ করলেন তৃণমূলের পাঁচ হেভিওয়েট প্রার্থী ৷

bengal assembly election 2021_wb_crb_02_nomination_7205341
মনোনয়ন পেশ কোচবিহারের পাঁচ হেভিওয়েট তৃণমূল প্রার্থীর

By

Published : Mar 19, 2021, 7:57 PM IST

কোচবিহার, 19 মার্চ : রাজ্য়ের বর্তমান দুই মন্ত্রী-সহ কোচবিহারের পাঁচ হেভিওয়েট তৃণমূল প্রার্থী মনোনয়ন জমা দিলেন শুক্রবার ৷ এদিন জেলার বিভিন্ন মহকুমা শাসকের দফতরে মনোনয়ন পেশ করেন তাঁরা ৷ প্রত্যেকেই কোনও না কোনও ধর্মীয় স্থানে মাথা ঠেকিয়ে তারপর অনুগামীদের নিয়ে যান মনোনয়ন জমা দিতে ৷ পাশাপাশি এদিনই জেলার সাতজন সংযুক্ত মোর্চা মনোনীত বামপ্রার্থীও তাঁদের মনোনয়ন পেশ করেন ৷

চতুর্থ দফায় আগামী 10 এপ্রিল ভোট হবে কোচবিহার জেলার ন’টি বিধানসভা আসনে ৷ 16 মার্চ থেকে মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে ৷ 23 মার্চ মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। শুক্রবার সকালে কোচবিহার মদনমোহন বাড়িতে এবং নতুন মসজিদে প্রার্থনা করে তুফানগঞ্জের মহকুমা শাসকের কার্যালয়ে মনোনয়ন জমা দেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থী তথা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷

আরও পড়ুন :বহিরাগত বিবাদে তৃণমূলকে খোঁচা তনুশ্রীর

কোচবিহার সদর মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন ৷ মনোনয়ন জমা দেওয়ার পর দুই মন্ত্রীই জানান রাজ্যে যেভাবে উন্নয়নের কাজ হচ্ছে, তার জন্যই এবারও মানুষ তৃণমূলের পাশেই দাঁড়াবে।

ঢাক বাজিয়ে শোভাযাত্রা করে গ্রেটার নেতা বংশীবদন বর্মনকে সঙ্গে নিয়ে দিনহাটা মহকুমা শাসকের দফতরে মনোনয়ন জমা দেন দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ ৷ এদিনই মনোনয়ন পেশ করেন সিতাই বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া এবং মেখলিগঞ্জের তৃণমূল প্রার্থী পরেশচন্দ্র অধিকারী।

ABOUT THE AUTHOR

...view details