নন্দীগ্রাম, 18 অক্টোবর : পুজো উপলক্ষ্যে নন্দীগ্রাম জমি আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের সদস্যদের হাতে উপহার তুলে দিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার নন্দীগ্রামের হরিপুর কৃষক বাজারে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্ত্রী এই উপহার তুলে দেন তাঁদের হাতে। আমফান থেকে লকডাউন সাধারণ মানুষের সাথে সাথে প্রতিটি ক্ষেত্রেই নন্দীগ্রামের ভূমি আন্দোলনের সাথে যুক্ত ব্যক্তিদের সাহায্য করতে এগিয়ে এসেছিলেন তিনি ৷ এবার পুজোতে তুলে দিলেন পোশাক ও উপহার।
নন্দীগ্রাম আন্দোলনের শহিদ ও আহতদের পরিবারকে উপহার শুভেন্দুর - পুজোর উপহার
প্রতি বছর নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী শহিদ পরিবারগুলির হাতে পুজো ও ইদের সময় উপহার তুলে দেন । COVID পরিস্থিতির কারণে এ দিন সামাজিক ও শারীরিক দূরত্ব বজায় রেখে কয়েকজনের হাতে পুজোর উপহার তুলে দেওয়া হয় । বাকি সদস্যদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বাড়ি বাড়ি পুজোর উপহার পাঠিয়ে দেওয়া হয়।
প্রতি বছর নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী শুভেন্দু অধিকারী শহিদ পরিবারগুলির হাতে পুজো ও ইদের সময় উপহার তুলে দেন । COVID পরিস্থিতির কারণে এ দিন সামাজিক ও শারিরীক দূরত্ব বজায় রেখে কয়েকজনের হাতে পুজোর উপহার তুলে দেওয়া হয় । বাকি সদস্যদের স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে বাড়ি বাড়ি পুজোর উপহার পাঠিয়ে দেওয়া হয়। নন্দীগ্রাম আন্দোলনের মধ্য দিয়েই রাজ্যে রাজনৈতিক পালাবদল ঘটেছিল। ক্ষমতায় এসেছিল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস ৷ আর সেই আন্দোলনের অন্য়তম সদস্য় ছিলেন রাজ্যের বর্তমান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। যে কারণে সে সময়ের রক্তক্ষয়ী মানুষদের ভুলতে পারেননি শুভেন্দু অধিকারী। তাই এই কঠিন পরিস্থিতিতেও শহিদ পরিবারের পাশে থাকতে ভোলেননি তিনি।
এ দিন মঞ্চ থেকে শুভেন্দু অধিকারী তাঁর আনা উপহার নন্দীগ্রাম আন্দোলনের সাথে যুক্ত শহিদ ও আহতদের পরিবারের সদস্য়দের গ্রহণ করতে অনুরোধ করেন ৷ পাশাপাশি জানান, আগামী দিনেও সর্বদা তিনি আন্দোলনের সাথে যুক্ত পরিবারগুলিকে যথাসাধ্য সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাবেন ৷