পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / durga-puja

পাথরপ্রতিমার ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে মন্ত্রী দিলীপ মণ্ডল - dilip mondal visit pathar pratima

পাথরপ্রতিমা ব্লকের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোপালনগর, বনশ্যাম নগর, গোবিন্দপুর আবাদ, রামগঙ্গা সহ কুয়েমুড়ির বিস্তীর্ণ অঞ্চল ।

State Minister for Transport Dilip Mandal
State Minister for Transport Dilip Mandal

By

Published : Jun 1, 2021, 9:06 PM IST

পাথরপ্রতিমা, 1 জুন : পাথরপ্রতিমার ঘূর্ণিঝড় কবলিত স্থানগুলি পরিদর্শন করলেন রাজ্যের পরিবহণ দফতরের প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল । দুর্যোগে পড়া মানুষগুলির সঙ্গে কথা বলেন তিনি ৷

ঘূর্ণিঝড় যশের প্রভাবে সুন্দরবনের নদীগুলি কার্যত রুদ্ররূপ ধারণ করেছিল । প্রবল জলোচ্ছ্বাসে মাটির বাঁধগুলো ভেঙে একের পর এক গ্রাম প্লাবিত হয়েছে নোনা জলে । নষ্ট হয়েছে বিঘার পর বিঘা চাষের জমি । নোনা জলে লক্ষাধিক টাকা ক্ষতির মুখে পড়েছেন সাধারণ মানুষ । গৃহহীন হয়ে পড়েছে হাজার হাজার পরিবার । বেশ কয়েকটি দ্বীপ নিয়ে পাথরপ্রতিমা বিধানসভা । ঘূর্ণিঝড়ের প্রভাব তেমন একটা না পড়লেও কোটালের জলোচ্ছ্বাসের কারণে নদীর মাটির বাঁধ ভেঙে একের পর এক গ্রামকে ভাসিয়ে নিয়ে যায় নদীর জল । কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন। পাথরপ্রতিমা ব্লকের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে গোপালনগর, বনশ্যাম নগর, গোবিন্দপুর আবাদ, রামগঙ্গা সহ কুয়েমুড়ির বিস্তীর্ণ অঞ্চল ।

ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে দিলীপ মণ্ডল

আরও পড়ুন : আমের ফলন ভাল হলেও করোনার দাপটে ক্ষতির মুখে চাষিরা

আজ ভাঙন কবলিত এলাকা সরেজমিনে পরিদর্শন করতে আসেন রাজ্যের পরিবহন দফতরের প্রতিমন্ত্রী তথা বিষ্ণুপুরের বিধায়ক দিলীপ মণ্ডল । স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের আশ্বাস দেন ৷ বলেন, খুব দ্রুত রাজ্য সরকার ভাঙন কবলিত এলাকাগুলিতে স্থায়ী কংক্রিটের বাঁধ নির্মাণ করে দেবে । দুর্গত কয়েক হাজার পরিবারের মানুষদের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন দিলীপ মণ্ডল । প্লাবিত এলাকাগুলি ড্রোন ক্যামেরার সাহায্যে পরিদর্শন করার পর স্থানীয় প্রশাসনের সঙ্গে একটি বৈঠক করেন । ক্ষতিগ্রস্তদের যত দ্রুত সম্ভব ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয় সেদিকে বিশেষ নজর দেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details