ঝালদা, 2 মার্চ :ত্রিশঙ্কুঝালদা পৌরসভা। 12টি আসনের এই পৌরসভায় 5টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস ৷ 5 টিতে জয়ী হয়েছে কংগ্রেস এবং দু'টিতে জয়ী নির্দল প্রার্থী । এখানে খাতা খুলতে পারেনি বিজেপি । এই অবস্থায় প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, নির্দল প্রার্থীদের নিয়ে দু'টি শিবিরই টানাটানি করবে (Jhalda Municipality Board in uncertainty in Purulia) ।
বরাবরই কংগ্রেস নেতা নেপাল মাহাতোর গড় বলে পরিচিত পুরুলিয়ার ঝালদা । যদিও 2021-এর বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার এই বাঘমুণ্ডি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীর কাছে হেরে যান নেপাল মাহাতো । তারপরও তৃণমূলের ভরা বাজারে ঝালদা পৌর এলাকাতে কংগ্রেসের এই ফলাফল কর্মীদের মনোবল চাঙ্গা করার মতো ।