পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / durga-puja

24 ঘণ্টায় সর্বাধিক 3780 মৃত্যু, দেশে করোনায় আক্রান্ত আরও 3.82 লাখ

দেশে আবারও বাড়ল করোনাভাইরাসের সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় সংক্রমিত হয়েছেন 3.82 লাখ মানুষ ৷ করোনায় মৃত্যু হয়েছে আরও 3,780 জনের ৷

corona india
উদ্বেগ বাড়াচ্ছে করোনা

By

Published : May 5, 2021, 10:03 AM IST

Updated : May 5, 2021, 10:32 AM IST

নয়াদিল্লি, 5 মে: দেশে ফের বাড়ল করোনাভাইরাসের সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 3.82 লাখ মানুষ ৷ করোনায় প্রাণ গিয়েছে আরও 3,780 জনের ৷ এখনও পর্যন্ত সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের ৷

বুধবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত বুলেটিনে জানানো হয়েছে, দেশে গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছেন 3,82,315 জন ৷ নয়া সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে 2,06,65,148 ৷ গত 24 ঘণ্টায় করোনার কবলে পড়ে মৃত্যু হয়েছে 3,780 জনের ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 2,26,188 ৷

দেশে বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 34,87,229 ৷ এখনও পর্যন্ত করোনাকে জয় করে সেরে উঠেছেন 1,69,51,731 জন ৷ এখনও পর্যন্ত মোট টিকাকরণ হয়েছে 16,04,94,188 জনের ৷

আরও পড়ুন:অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যু গণহত্যার সামিল : এলাহাবাদ হাইকোর্ট

করোনায় সবচেয়ে বিধ্বস্ত মহারাষ্ট্র ৷ গত 24 ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন 51,880 জন ৷ করোনায় মৃত্যু হয়েছে আরও 891 জনের ৷ সংক্রমিতের সংখ্য়ার নিরিখে মহারাষ্ট্রের পরেই আছে কেরালা, কর্নাটক, উত্তরপ্রদেশ, তামিলনাড়ু ও দিল্লি ৷ গত 24 ঘণ্টায় কর্নাটকে 44,631 জন, কেরালায় 37,190 জন আক্রান্ত হয়েছেন ৷

Last Updated : May 5, 2021, 10:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details