পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / crime

Malda Murder : জমি সংক্রান্ত বিবাদ, সালিশি সভার আগের রাতে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার

জমি সংক্রান্ত বিষয়ে খুড়তুতো দাদাদের সঙ্গে ঝামেলা চলছিল সেলিম খানের ৷ সেই বিবাদ মেটাতে সোমবার গ্রামে সালিশি সভা বসার কথা ছিল ৷ তার আগের দিনই হরিশ্চন্দ্রপুরের কনুয়া সংলগ্ন 81 নম্বর জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার হল ওই যুবকের রক্তাক্ত মৃতদেহ ৷

Murder
সালিশি সভা বসার একদিন আগেই অস্বাভাবিকভাবে মৃত্যু হল যুবকের

By

Published : Nov 14, 2021, 3:08 PM IST

মালদা, 14 নভেম্বর : জমি সংক্রান্ত বিষয়ে আত্মীয়দের সঙ্গে বিবাদ চলছিল সেলিমের । সেই ঝামেলা মেটাতে সোমবার গ্রামে সালিশি সভা বসার কথা ছিল ৷ কিন্তু সেই সভা বসার একদিন আগেই অস্বাভাবিকভাবে মৃত্যু হল ওই যুবকের । গতকাল রাতে ঘটনাটি ঘটেছে চাঁচল হরিশ্চন্দ্রপুরের কনুয়া সংলগ্ন 81 নম্বর জাতীয় সড়কের ধারে ।

পরিবারের অভিযোগ, জমি সংক্রান্ত বিবাদের জেরেই খুন করা হয়েছে তাঁকে । মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে । মৃত যুবকের নাম সেলিম খান (30) । বাড়ি চাঁচলের হাজাতপুরের খানপাড়া এলাকায় । দিনমজুরের কাজ করতেন ওই যুবক । পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিষয়ে খুড়তুতো দাদাদের সঙ্গে বিবাদ চলছিল সেলিমের । ঝামেলা মেটানোর জন্য সোমবার গ্রামে সালিশি সভার বসার কথাও ছিল ।

আরও পড়ুন : Liquor Price reduce in WB : বিদেশি মদে আবগারি শুল্ক কমিয়ে রাজস্ব বাড়াতে চলেছে রাজ্য

প্রতিদিনের মতো এদিন সকালেও কাজের উদ্দেশ্যে রওনা দেয় সেলিম । কিন্তু রাত পেরিয়ে গেলেও বাড়ি না ফেরায় চিন্তায় পড়ে যায় বাড়ির লোক । অবশেষে রাতে জাতীয় সড়কের ধার থেকে উদ্ধার করা হয় সেলিমের রক্তাক্ত মৃতদেহ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details