পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / crime

Wife Kill Husband: সম্পের্কর টানাপোড়েন, স্বামীকে খুন স্ত্রী'র - Wife Kill Husband

সম্পের্কর টানাপোড়েনের জেরে স্বামীকে হত্যা করল স্ত্রী। খুন করা হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে ৷ এরপরেই স্ত্রী'কে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ (Wife Kill Husband)৷

Wife Kill Husband
সম্পের্কর টানাপোড়েন, স্বামীকে খুন স্ত্রী'র

By

Published : Mar 9, 2022, 8:02 PM IST

কলকাতা, 9 মার্চ: ভবানীপুর থানার অন্তর্গত চক্রবেরিয়া এলাকায় গতকাল রাতে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। নিয়ম অনুযায়ী ময়নাতদন্তে পাঠালে রিপোর্টে হোমিসাইডাল আসে। খুন করা হয়েছে বলে ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়। এরপরেই স্ত্রী'কে গ্রেফতার করে ভবানীপুর থানার পুলিশ। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে সম্পর্কের টানাপোড়েন চলছিল। তার ফলে প্রায় রোজই অশান্তি লেগেই থাকত স্বামী-স্ত্রী'র মধ্যে (Wife kill Husband In Bhowanipore)৷

তদন্তে নেমে গ্রেফতার করা হয়েছে মৃতের স্ত্রীকে। ধৃতের নাম রিংকি পাল। হত্যা করে ঝুলিয়ে দিয়েছিল বলে সন্দেহ পুলিশের। কিছুদিন ধরেই সম্পর্কে টানাপোড়েন চলছিল। টানাপোড়েনের জেরেই খুন কি না, খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় এলাকায় উত্তেজনা ছাড়ায়। মৃতের নাম উৎসব মন্ডল (29)। বাবার নাম দেবব্রত মন্ডল (48)। চক্রবেরিয়া সাউথ রোডের বাসিন্দা। গতকাল রাত আটটা দশ নাগাদ বাড়িতে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তার গলায় ফাঁস দেওয়ার দাগ পাওয়া গিয়েছে বলে সূত্রের খবর।

আরও পড়ুন:একের পর এক কোপ, রায়গঞ্জে বৃদ্ধকে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে

ABOUT THE AUTHOR

...view details