আলিগড়, 16 মার্চ:ফের মেয়েদের উপর নৃশংস অপরাধের ঘটনা উত্তরপ্রদেশে ৷ এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে ৷ মেয়েটির চিত্কার শুনে সেখানে এসে পড়েন তার কাকা ৷ তিনি বাধা দিতে তাঁকে ছুরি দিয়ে কোপায় অভিযুক্ত ৷ যদিও এখনও তাকে ধরতে পারেনি পুলিশ ৷
আলিগড় থেকে 50 কিলোমিটার দূরে গাঙ্গিরি থানা এলাকার একটি গ্রামে শনিবার ঘটে এই মর্মান্তিক ঘটনা ৷ মাঝরাতে শৌচালয়ে যাওয়ার জন্য ঘর থেকে বেরিয়েছিল ওই কিশোরী ৷ তখনই অভিযুক্ত তাকে তুলে নিয়ে গিয়ে নিজের গাড়িতে ধর্ষণ করে বলে অভিযোগ ৷
আরও পড়ুন:যোগীরাজ্যে ধর্ষণ করে খুন কিশোরীকে! 6 দিন পর কবর থেকে উদ্ধার দেহ
কিশোরী পুলিশকে জানিয়েছে, ওই যুবকের হাতে একটি ধারালো ছুরি ছিল ৷ সেটি দেখিয়েই সে হুমকি দিয়ে বলে, কারওকে কিছু জানালে সে নিগৃহীতাকে শেষ করে দেবে ৷ এরপর সাহায্য চেয়ে কিশোরীটি চিত্কার করতে শুরু করলে তার কাকা সেই আওয়াজ শুনতে পান ৷ সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে বাধা দেওয়ার চেষ্টা করেন ৷ তখনই তাকে ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায় অভিযুক্ত ৷ রক্তাক্ত অবস্থায় কিশোরীর কাকাকে হাসপাতালে ভর্তি করা হয় ৷ নিগৃহীতার বাবা পুলিশে অভিযোগ দায়ের করেছেন ৷ গ্রামেরই বাসিন্দা ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন তিনি ৷ মামলা হয়েছে পক্সো আইনে ৷ এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ ৷ অভিযুক্তের খোঁজে চলছে চিরুনি তল্লাশি ৷