রামপুর (উত্তরপ্রদেশ), 23 মার্চ: আবারও মহিলার উপর নৃশংস অত্যাচারের ঘটনা উত্তরপ্রদেশে ৷ স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িত বলে সন্দেহ ছিল এক ব্যক্তির ৷ এই সন্দেহের বশে সে তার স্ত্রীর যৌনাঙ্গ অ্যালুমিনিয়াম তার দিয়ে সেলাই করে দিয়েছে ৷ অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জেরায় নিজের অপরাধ স্বীকার করে নিয়েছে ধৃত ব্যক্তি ৷
রবিবার মর্মান্তিক এই ঘটনা ঘটে দিল্লি থেকে 200 কিলোমিটার দূরে পশ্চিম উত্তরপ্রদেশের রামপুর জেলায় ৷ ধৃতের স্ত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি প্রকাশ্যে এসেছে ৷ তাতে দেখা যাচ্ছে, যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তাঁর মা ও আর এক মহিলার কাঁধে ভর দিয়ে হেঁটে হেঁটে হাসপাতালে ঢুকছেন ওই মহিলা ৷ তাঁর স্বামী গাড়ি চালায় ৷ স্ত্রীর উপর হামলা চালানোর পরই বাড়ি থেকে পালিয়েছিল অভিযুক্ত ৷ প্রচণ্ড যন্ত্রণা নিয়েই কোনওক্রমে মাকে ফোন করে সব কথা জানান ওই মহিলা ৷ তাঁর মা সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দিয়ে অ্যাম্বুল্যান্স নিয়ে গিয়ে হাজির হন মেয়ের শ্বশুরবাড়িতে ৷ এরপর আক্রান্ত মহিলাকে রামপুর শহর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷