লখনউ, 4 মার্চ:শান্ত বিকেলে আচমকা লোকটিকে দেখে হাড়হিম হয়ে গিয়েছিল স্থানীয়দের । ধীর-স্থির-ঠান্ডা মস্তিষ্কে রাস্তা দিয়ে হেঁটে আসা ব্যক্তির হাত থেকে তখনও টপটপ করে রক্ত ঝরছে । তার 17 বছরের কিশোরী কন্যার রক্ত । মেয়ের কাটা মুণ্ড হাতে নিয়ে শান্ত অবিচল লোকটি হেঁটে যাচ্ছে । সাংঘাতিক এই দৃশ্য দেখে কিছুক্ষণের জন্য খেই হারিয়ে গিয়েছিল স্থানীয় মানুষজনের। সম্বিত ফিরতে তাঁরা খবর দিলেন পুলিশে । পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। এটি অনারকিলিং-এর ঘটনা বলে প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ ।
উত্তরপ্রদেশের হরদোই এলাকার ঘটনা । বুধবার বিকেলে লখনউ থেকে 200 কিলোমিটার দূরে পান্ডেতারা গ্রামের রাস্তা ধরে মেয়ের কাটা মাথাটা হাতে নিয়ে হেঁটে যাচ্ছিল সর্বেশ কুমার । ঘটনাস্থলে গিয়ে নিজেদের মোবাইল ফোনে সেই দৃশ্যের ভিডিয়ো ক্যামেরাবন্দি করেন পুলিশের দুই আধিকারিক । তাঁরা জিজ্ঞেস করেন, সর্বেশ কোথা থেকে আসছে, তার হাতে কার কাটা মুণ্ড। ভিডিয়োয় শোনা গিয়েছে, কোনও অস্বস্তি ছাড়াই দিব্যি জবাব দিচ্ছে সর্বেশ । সে জানায়, একটি ছেলের সঙ্গে মেয়ের সম্পর্ক মেনে নিতে না-পারায়, ধারালো অস্ত্র দিয়ে সে নিজের মেয়ের মাথা কেটে দিয়েছে । ভিডিয়োয় তাকে বলতে শোনা গিয়েছে, ''এটা আমি করেছি । অন্য কেউ না। দেহটা ঘরেই রয়েছে ।''
আরও পড়ুন:যোগী রাজ্য়ে প্রত্য়েকদিন কোনও না কোনও পরিবার ন্য়ায়বিচার চাইছে : প্রিয়াঙ্কা