নাগপুর, 25 জানুয়ারি:ফের সামনে এল নাবালিকাকে গণধর্ষণের ঘটনা ৷ এবার অকুস্থল মহারাষ্ট্রের নাগপুর ৷ সাভনার তালুকের একটি স্কুলের দশম শ্রেণির ছাত্রীকে দু'জন মিলে গণধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে ৷ নাবালিকা স্কুল শেষে হেঁটে বাড়ি যাওয়ার সময় তার পরিচিত দুই যুবক তাকে গাড়িতে করে বাড়ি নামানোর নামে ফাঁকা মাঠে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ। অভিযুক্তদের নাম অখিল ওরফে আক্কি মহাদেব ভঙ্গে এবং পবন বিঠল ভাসাকাভারে ৷
জানা গিয়েছে, অভিযুক্তরা নির্যাতিতা ছাত্রীর পরিচিত ৷ মাসদু'য়েক আগে অভিযুক্তদের সঙ্গে নাবালিকার বন্ধু পরিচয় করিয়ে দেয় তাঁকে। এরপরে প্রায়শই তাদের একে ওপরের সঙ্গে দেখা হতো ৷ মঙ্গলবার স্কুলের পর নির্যাতিতা হেঁটে বাড়ি ফিরছিল ৷ তখন অভিযুক্ত অখিল মহাদেব ভঙ্গে এবং পবন ভাসাকাওয়ারে একটি গাড়ি নিয়ে আসে সেখানে । অভিযুক্তরা নাবালিকাকে বলে যে তারা তার বাড়ির দিকেই যাচ্ছে ৷ তাদের সঙ্গে নাবালিকাকে যেতে বলে ৷ তারা তাকে বাড়িতে নামিয়ে দেওয়ার কথা জানান ৷ এই বলে দুজনেই তাকে গাড়িতে তুলে নেয় ।