মুম্বই, 18 অক্টোবর:মডেলিং-এ কেরিয়ার গড়ার স্বপ্ন নিয়ে বাংলা থেকে মুম্বই (Mumbai) পাড়ি দিয়েছিল 17 বছরের এক কিশোরী (Minor Girl) ৷ তবে তার সেই স্বপ্ন ভেঙে চুরমার ৷ তাকে লাগাতার যৌন হেনস্থার (Sexual Harassment) শিকার হতে হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ এই নিয়ে অভিযোগ দায়েরের পরও সে ন্যায়বিচার পায়নি বলে অভিযোগ ৷ যদিও মুম্বই হাইকোর্টে অভিযুক্তের দাবি, ওই মেয়েটি প্রাপ্তবয়স্ক ও তাঁরা স্বামী-স্ত্রী ৷
মডেলিং নিয়ে কেরিয়ার শুরু করতে চেয়ে মুম্বইয়ে পাড়ি দিয়েছিল ওই কিশোরী ৷ সাকিনাকা এলাকায় তার সঙ্গে এক ব্যক্তির পরিচয় হয় ৷ কিশোরীর অভিযোগ, তাকে সাহায্য করার প্রলোভন দেখিয়ে ওই ব্যক্তি তাকে যৌন হেনস্থা করেছে ৷ মুম্বই হাইকোর্টের শীর্ষ আইনজীবী নবীন চোমলের অভিযোগ, অভিযুক্ত একটি ভিডিয়ো তৈরি করেছিল ৷ সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, কিশোরীকে যৌন হেনস্থা করছে ওই ব্যক্তি ৷ সে সেই ভিডিয়ো কিশোরীর দাদাকে পাঠিয়ে ব্ল্যাকমেইল করা শুরু করে ৷
এরই মধ্যে আইনজীবী চোমল অভিযোগ দায়ের করেন যে, ওই তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ হেবিয়াস কর্পাস পিটিশন দাখিল করে তিনি আবেদন করেন যাতে, আদালত পুলিশকে নির্দেশ দেয় ওই কিশোরীকে খুঁজে বের করে আদালতে হাজির করার জন্য ৷ বিচারপতি নীতিন জামদার ও বিচারপতি সারং কোটওয়ালের বেঞ্চে পিটিশনটি দাখিল করা হয় ৷ পিটিশনে বলা হয়, নিখোঁজ কিশোরীর বয়স 17 বছর, সে পশ্চিমবঙ্গ থেকে মুম্বই গিয়েছিল মডেলিং-এর কাজ করতে ৷ অভিযুক্ত শামশুল্লাহ চৌধুরির সঙ্গে তার আলাপ হয় ৷ অভিযোগ, নাবালিকার উপর লাগাতার যৌন নির্যাতন চালিয়েছে শামশুল্লাহ, তার ভাই রমজান চৌধুরি ও তাদের বাবা জৈনুল্লাহ চৌধুরি ৷ শামশুল্লা পেশায় একজন আইনজীবী এবং তার বাবা স্থানীয় এমআইএম নেতা ৷
আরও পড়ুন:Woman Raped : তেহট্টে মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার, ধর্ষণ করে খুনের অভিযোগ