পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / crime

Pune Murder: সিরিয়াল দেখে খুনের ছক, বৃদ্ধাকে শেষ করে লুঠপাট 2 নাবালকের - পুনে হত্যাকাণ্ড

সিরিয়াল দেখে খুনের ছক করেছিল পুনের (Pune Murder) দুই নাবালক ৷ সেই মতোই 70 বছরের এক বৃদ্ধাকে খুন করে তার সর্বস্ব লুঠ করে পালাল 16 ও 14 বছরের দুই কিশোর (Minor Killed Old Woman) ৷

pune police-detains-two-minors-for-killing-elderly woman
সিরিয়াল দেখে খুনের ছক, বৃদ্ধাকে শেষ করে লুঠপাট 2 নাবালকের

By

Published : Nov 4, 2021, 1:02 PM IST

পুনে, 4 নভেম্বর: এক বৃদ্ধাকে খুনের অভিযোগে 2 নাবালককে (Minor Killed Old Woman) আটক করল পুনে পুলিশ ৷ ধৃতদের বয়স যথাক্রমে 16 ও 14 বছর ৷ পুনের (Pune Murder) সিনহাগড় এলাকার ঘটনা ৷

পুলিশ জানিয়েছে, একটি সিরিয়াল দেখে মাস দুয়েক আগে থেকেই তারা দু'জনে ওই বৃদ্ধার বাড়িতে চুরি করার ছক কষছিল ৷ কিন্তু বৃদ্ধা বাড়ি থেকে বিশেষ না-বেরনোয় চুরি করার সুযোগই পাচ্ছিল না তারা ৷ অবশেষে একদিন তারা বৃদ্ধা থাকাকালীনই ওই বাড়িতে ঢোকে ৷ তারা বৃদ্ধাকে খুন করে লুঠপাট চালিয়ে পালায় বলে অভিযোগ ৷ পুলিশ জানিয়েছে, আঙুলের ছাপ বা অন্য কোনও প্রমাণ যাতে ফেলে না-যায় সে জন্য নিখুঁত পরিকল্পনা করে হাতে গ্লাভস ও দুটো করে শার্ট পরে ওই বাড়িতে ঢুকেছিল অভিযুক্ত দুই কিশোর ৷

সিনহাগড় থানার সিনিয়র ইনস্পেক্টর দেবীদাস ঘেওয়ারে বলেন, "30 অক্টোবর আমাদের কাছে ফোনে খবর আসে যে, একটি বাড়িতে চুরি হয়েছে ৷ আমরা গিয়ে দেখি, 70 বছরের এক বৃদ্ধা মেঝেতে পড়ে রয়েছেন ৷ তদন্তে নেমে আমরা পানিপুরী এলাকা থেকে দু'জন কিশোরকে ধরি ৷ মুখে আতঙ্ক নিয়ে তারা পালানোর চেষ্টা করছিল ৷ ওদের জেরা করে জানতে পারি যে, ওদের মধ্যে একজনের চুরি করার স্বভাব রয়েছে ৷ এরপর থানায় পুলিশি চাপের মুখে তারা স্বীকার করে যে, ওই বৃদ্ধাকে তারাই খুন করেছে ৷" অভিযুক্ত কিশোরদের জুভেনাইল জাস্টিস বোর্ডের সামনে পেশ করা হবে ৷

আরও পড়ুন:JMB Arrest : 8 নভেম্বর পর্যন্ত এনআইএ হেফাজতেই জেএমবি জঙ্গি সন্দেহে ধৃতরা

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে 1.60 লাখ টাকার লুঠ করা জিনিসপত্র ৷ পুলিশ জানিয়েছে, অপরাধের কথা স্বীকার করার পর পুলিশকে অ্যাপার্টমেন্টের বিল্ডিং-এর পেছনে একটি জায়গায় নিয়ে যায় ছেলে দুটি ৷ সেখানেই তারা লুঠ করা নগদ টাকা ও গয়না লুকিয়ে রেখেছিল ৷ তাদের থেকে নগদ 93,000 টাকা ও 67,500 টাকার গয়না উদ্ধার করেছে পুলিশ ৷

আরও পড়ুন :Gariahat Double Murder : গড়িয়াহাট জোড়া খুন কাণ্ডে গ্রেফতার আরও 1

পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধার প্রতিবেশী ছিল ওই দুই কিশোর ৷ বৃদ্ধার সঙ্গে তারা পরিচিতও ছিল ৷ তাদের একজনের বাবার স্ন্যাক্সের দোকান রয়েছে এবং অপরজন হাসপাতাল কর্মীর ছেলে ৷ দীপাবলির আলো জ্বালানোর জন্য অভিযুক্তদের বাড়িতে ডেকেছিলেন ওই বৃদ্ধা ৷ তার সঙ্গে বসে কিছুক্ষণ টিভিও দেখে দুই কিশোর ৷ এরপর আচমকাই তারা বৃদ্ধার উপর হামলা চালায় ৷ দেওয়ালের দিকে ধাক্কা মেরে ফেলে দিলে বৃদ্ধার মাথায় আঘাত লাগে ৷ তখনই তার মুখে বালিশ চাপা দিয়ে তাকে খুন করে টাকা ও গয়না নিয়ে পালায় তারা ৷

আরও পড়ুন:Kolkata Murder : হত্যার আগে সারারাত বৃদ্ধার ঘরেই লুকিয়েছিল আততায়ী

ABOUT THE AUTHOR

...view details