চেন্নাই, 27 সেপ্টেম্বর: আয়নার ফ্রেমে ভরে কুয়েত থেকে সোনা পাচারের (Gold Smuggling) চেষ্টা ৷ শুধু তাই নয়, লোহার হাতুড়ির ভেতরে সোনা নিয়েও পাচারের চেষ্টা হল ৷ সেটা আবার দুবাই থেকে এসেছে ৷ সবমিলিয়ে আজ চেন্নাই বিমানবন্দরে (Chennai airport) দেড় কেজিরও বেশি সোনা উদ্ধার করলেন শুল্ক দফতরের আধিকারিকরা ৷ যার বাজার মূল্য 66.34 লাখ টাকা ৷ এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়েছে ৷
প্রথম ক্ষেত্রে গোয়েন্দা সূত্রে খবর পেয়ে দুবাই থেকে আসা এক যাত্রীকে বাইরে বেরনোর দরজা থেকে আটক করেন কাস্টমসের অফিসাররা ৷ তাকে পরীক্ষা করার পর তার মালপত্র ঘেঁটে একটি লোহার হাতুড়ি উদ্ধার করা হয় ৷ সেই হাতুড়ি খুঁটিয়ে পরীক্ষা করে দেখা যায় যে, তার ভেতরে লুকনো রয়েছে সোনা ৷ হাতুড়িটি ভেঙে তার ভেতরের সোনা গলিয়ে বের করা হয় ৷ হাতুড়ির ভেতরে 341 গ্রাম 24 ক্যারেট সোনা ছিল বলে জানা গিয়েছে ৷ যার বাজার মূল্য 14.25 লাখ টাকা ৷