পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / crime

Child Sexual Abuse : মামা বলে ডাকত মেয়েটি, নদিয়ায় শিশুকে যৌন হেনস্থার অভিযোগে শ্রীঘরে সিভিক ভলান্টিয়ার - Nadia child sexually abused by civic volunteer

নদিয়ার চাকদহে 9 বছরের এক শিশুকে দিনের পর দিন যৌন হেনস্থা (Nadia child sexually abused by civic volunteer) করার অভিযোগে গ্রেফতার করা হল এক সিভিক ভলান্টিয়ারকে ৷

Nadia child allegedly raped by civic volunteer
প্রলোভন দেখিয়ে নিত্যদিন যৌন হেনস্থা শিশুকে, শ্রীঘরে সিভিক ভলান্টিয়ার

By

Published : Mar 30, 2022, 11:21 AM IST

চাকদহ, 30 মার্চ : নানারকম প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে 9 বছরের শিশুকে যৌন হেনস্থা করার অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে (Nadia child rape case)। ওই নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে । অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে (Nadia child sexually abused by civic volunteer)৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বাড়ি নদিয়ার চাকদহ থানার দিঘরা এলাকায় । তার বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ ।

এ দিন পুলিশের কাছে ওই যুবকের বিরুদ্ধে অভিযোগ জানায় মেয়েটির পরিবার । যদিও তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যে বলে দাবি করেছে ধৃত সিভিক ভলান্টিয়ার । মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তার ।

আরও পড়ুন:Sexual Harassment of Child : বৃদ্ধের যৌন লালসার শিকার শিশু, অভিযুক্ত গ্রেফতার

গ্রেফতারের পর অভিযুক্তকে কল্যাণী আদালতে পেশ করা হয় । নিগৃহীতা শিশুকেও একই আদালতে গোপন জবানবন্দি দেওয়ার জন্য পাঠানো হয়েছে । ধৃত যুবককে মামা বলে ডাকত মেয়েটি । পুলিশ সুত্রে জানানো হয়েছে, মেয়েটির পরিবারের লোকেদের অভিযোগের ভিত্তিতে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে । সব দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ ।

আরও পড়ুন: Bride arrested for cheating 7 grooms: বাস্তবে ডলি কি ডোলি ! 7 বরকে ঠকিয়ে বিয়ের রাতেই টাকা-গয়না নিয়ে চম্পট কনের

ABOUT THE AUTHOR

...view details