মালদা, 1 এপ্রিল : কিছুদিন আগে হরিশ্চন্দ্রপুরে একটি মদের দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল । তার কিনারা হতে না হতে চাঁচলে একটি অনলাইন বাণিজ্যিক সংস্থার অফিসের প্রায় 12 লাখ টাকা লুঠ করে নিয়ে যায় দুষ্কৃতীরা । তারপর এদিন ভরদুপুরে হরিশ্চন্দ্রপুরের কাপাইচণ্ডী গ্রামে একটি পেট্রোল পাম্পে হামলা চালায় 6 সশস্ত্র দুষ্কৃতী (Mischievous attack on Maldas petrol pump) ।
পাম্পকর্মীদের একজনকে লক্ষ্য করে তারা গুলিও ছোড়ে । গুলির শব্দ পেয়ে স্থানীয় বাসিন্দারা পাম্পে ছুটে এলে টাকা পয়সা না নিয়েই পালিয়ে যায় দুষ্কৃতীর দল । পালানোর সময়ও তারা গুলি ছোড়ে বলে অভিযোগ । গোটা ঘটনা পেট্রোল পাম্পের সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে ।
কাপাইচণ্ডী এলাকাটি বাংলা-বিহার সংলগ্ন । এখান দিয়ে বিহারে যাতায়াতের একাধিক পথ রয়েছে । এখানেই পেট্রোল পাম্প রয়েছে স্থানীয় ব্যবসায়ী বিজয়কুমার গুপ্তার । এদিন সেই পাম্পেই হানা দেয় 6 দুষ্কৃতী । পাম্পের কর্মী প্রসেনজিৎ মালাকার এ বিষয়ে বলেন, "আমি পাম্পে তেল দিই । প্রথমে একটা বাইকে তিনজন পাম্পে আসে । দু’জন অফিসে ঢুকে যায় । একজন আমাকে পিস্তল দেখিয়ে টাকা চায় । আমি কোনওরকমে সেখান থেকে পালানোর চেষ্টা করলে সে আমাকে লক্ষ্য করে গুলি চালায় । সৌভাগ্যবশত গুলি আমার গায়ে লাগেনি । আমি পাম্প থেকে দৌড়ে বেরিয়ে যাই । পরে ওরা আরও তিনজন আরেকটা বাইকে চেপে এসেছিল । মোট ছ’জন ছিল । তবে ওরা কোথায় দিয়ে পালাল, তা দেখতে পাইনি ।"