চণ্ডীগড়, 27 ডিসেম্বর: চণ্ডীগড় শহর তার সৌন্দর্য এবং পুলিশি নজরদারির জন্য পরিচিত ৷ কিন্তু সম্প্রতি এখানে সামনে এসেছে একটি লজ্জাজনক ঘটনা ৷ চণ্ডীগড়ের 39 নম্বর সেক্টরে হিমাচল প্রদেশের 26 বছর বয়সি এক যুবতীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে (Himachal Pradesh Girl Gang Raped in Chandigarh)।
অভিযোগ, তাঁকে সেক্টর 39-এর একটি বাড়িতে বন্দি করে রাখা হয়েছিল । তারপর তাঁকে লাগাতার গণধর্ষণ করা হয় ৷ এই ঘটনায় পুলিশ অভিযুক্ত পারবিন্দর সিংকে গ্রেফতার করেছে ৷ অপর অভিযুক্ত পলাতক বলে জানা গিয়েছে ৷ তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, একটি ঘরে যুবতীকে আটকে রাখা হয়েছিল ৷ সেখানেই ধর্ষণ করা হয় তাঁকে ৷ অভিযুক্ত সানি প্রথমে তাঁকে ধর্ষণ করে এবং তারপর পারবিন্দর যুবতীকে বেঁধে ধর্ষণ করে (Chandigarh Rape Case) । পুলিশ জানিয়েছে, অভিযুক্ত দু'জনই পঞ্জাবের বাসিন্দা ।
অভিযুক্তদের হাত থেকে কোনওরকমে পালিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন যুবতী । তাঁকে বাড়িতে আটকে রাখা হয়েছিল সে বিষয়ে তিনি পুলিশকে জানান । এরপরেই সেখানে অভিযান চালায় পুলিশ এবং পরবিন্দরকে গ্রেফতার করে । যুবতীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে । পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদেরও ঘটনাটি জানানো হয়েছে (Crime against Woman) ।