পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / crime

পরকীয়ায় আপত্তি স্ত্রীর, তিন তালাক দিয়ে মামলার মুখে স্বামী - তিন তালাক

স্ত্রীকে তিন তালাক দেওয়ায় এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হল উত্তরাখণ্ডে । অভিযোগ, পরকীয়া মেনে নিতে রাজি হননি স্ত্রী । সেই কারণেই তাঁকে তিন তালাক দেয় তার স্বামী ।

himachal-after-14-years-cheating-husband-gives-triple-talaq-to-his-wife
তিন তালাক দিয়ে মামলার মুখে স্বামী

By

Published : Feb 15, 2021, 2:56 PM IST

নৈনিতাল, 16 ফেব্রুয়ারি: স্বামীর পরকীয়া সম্পর্ক মেনে নেননি স্ত্রী । সেই কারণে তাঁকে তাত্‍‌ক্ষণিক তিন তালাক দিয়ে 14 বছরের বিবাহিত জীবন ভেঙে দিল এক ব্যক্তি । এই ঘটনায় স্বামীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করেছেন ওই মহিলা । পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।

উত্তরাখণ্ডের ঘটনা। 14 বছর আগে বাঙালি কলোনির বাসিন্দা অভিযোগকারিণীর সঙ্গে বিয়ে হয় মনসুর আলির । তাঁদের একটি 13 বছরের ছেলে ও 8 বছরের মেয়ে রয়েছে । জানা গিয়েছে, একজনের সঙ্গে মনসুরের পরকীয়া সম্পর্কের কারণে তাঁর সঙ্গে কয়েকদিন ধরেই সমস্য়া চলছিল তাঁর স্ত্রীর ।

পুলিশের কাছে ওই মহিলা জানিয়েছেন, মাঝেমধ্যেই তাঁকে মারধর করত তাঁর স্বামী । তাঁদের মধ্যে নিত্যদিন ঝগড়া লেগে থাকত। একদিন ঝামেলা চরমে উঠলে ওই মহিলা তাঁর বাপের বাড়ি চলে যান । এরপর সেখানে গিয়ে স্ত্রীকে তিন তালাক দিয়ে আসে অভিযুক্ত । অভিযোগকারিণী বলেছেন, ''আমি আমার সিদ্ধান্ত জানানোর আগেই তিন তালাক দিয়ে সেখান থেকে চলে যান আমার স্বামী ।'' এ ব্যাপারে মহিলা থানায় অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ তাঁর।

আরও পড়ুন:পণ না পেয়ে তাৎক্ষণিক তিন তালাক, গ্রেপ্তার শওহর

কোতোয়ালি থানার সাব-ইন্সপেক্টর রোহতাস সাগর জানিয়েছেন, ওই মহিলার অভিযোগের ভিত্তিতে তাঁর স্বামীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ।

তাত্‍‌ক্ষণিক তিন তালাককে আগেই স্বৈরাচারী ও অসাংবিধানিক বলে রায় দিয়েছে সুপ্রিম কোর্ট ।

ABOUT THE AUTHOR

...view details