পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / crime

লালা ঘনিষ্ঠ শিল্পপতির মাওবাদী যোগের অনুমান, এনআইএ-র দ্বারস্থ হচ্ছে সিবিআই - মাওবাদী যোগ

কয়লাপাচার কাণ্ডে অনুপ মাঝির পরিচিত শিল্পপতি অমিত আগরওয়ালের সঙ্গে মাওবাদীদের সরাসরি যোগাযোগ রয়েছে বলে মনে করছে সিবিআই ৷ এ বিষয়ে আরও তথ্যপ্রমাণ জোগাড় করতে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র সঙ্গে কথা বলছে চাইছে তারা ৷ 2018 সালেই এই সংক্রান্ত বেশ কিছু তথ্য প্রমাণ এনআইএ-র হাতে আসে ৷

wb-kol-cbi-coal-smuggling-7209715
লালা ঘনিষ্ঠ শিল্পপতির মাওবাদী যোগে চিন্তিত সিবিআই

By

Published : Mar 24, 2021, 7:10 PM IST

কলকাতা, 24 মার্চ : কয়লাপাচার কাণ্ডে এবার অনুপ মাঝির পরিচিত শিল্পপতি অমিত আগরওয়ালের সঙ্গে মাওবাদী যোগের অভিযোগ তুলল সিবিআই ৷ বিষয়টি নিয়ে আর এক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএ-এর সঙ্গে আলোচনা করতে চাইছে তারা ৷

এছাড়াও কয়েকটি পাচার কাণ্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায়ের লন্ডন ও ব্যাঙ্ককের ব্যাঙ্ক অ্য়াকাউন্ট সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন সিবিআই গোয়েন্দারা ৷ সংস্থার তরফে ব্য়াঙ্ককে চিঠিও পাঠানো হয়েছে ৷

সূত্রের খবর, শিল্পপতি অমিত আগরওয়ালের সঙ্গে মাওবাদীদের প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে ৷ এনআইএ সূত্রে জানা গিয়েছে, 2018 সালে অমিতের বাড়িতে হানা দিয়েছিলেন এনআইএ-এর গোয়েন্দারা ৷ সেবার বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেন তাঁরা ৷ আর এবার কয়লা পাচার কাণ্ডের তদন্তে নেমে এনআইএ-র বাজেয়াপ্ত করা সেইসব নথিপত্র খতিতে দেখতে চাইছেন সিবিআইয়ের গোয়েন্দারা ৷

আরও পড়ুন :লালা ঘনিষ্ঠ শিল্পপতি অমিত আগরওয়ালকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

সূত্রের খবর, কয়লা পাচার চক্রের কিংপিন অনুপ মাঝি ওরফে লালার কাছ থেকে বেআইনিভাবে কয়লা কিনতেন অমিত আগরওয়াল ৷ সেইসঙ্গে লালা তাঁকে মোটা অঙ্কের কালো টাকাও নিয়মিত সরবরাহ করত ৷ এই টাকা আর কয়লা নিজের ব্য়বসায় ব্য়বহার করতেন অমিত ৷ তাতে কালো টাকা সাদা করার কাজটা সারা হয়ে যেত অনায়াসে ৷ পাশাপাশি, শিল্পপতি অমিত আগরওয়াল ঝাড়খণ্ডের একটি মাওবাদী দলকেও সরাসরি অর্থসাহায্য করতেন ৷ 2018 সালের তল্লাশিতেই সেই সংক্রান্ত তথ্যপ্রমাণ হাতে আসে এআইএ-র ৷

আর এই বিষয়টাই চিন্তা বাড়িয়েছে সিবিআইয়ের ৷ মাওবাদীদের সঙ্গে অমিত আগরওয়ালের এই গোপন আঁতাঁত রাজ্য তথা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে বড়সড় বিপদ তৈরি করতে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের ৷ তাই এই বিষয়ে বিস্তারিত তথ্য যত দ্রুত সম্ভব হাতে পেতে চাইছে তারা ৷ পাশাপাশি, কয়লা পাচার কাণ্ডে অনুপ মাঝি ওরফে লালার পুরুলিয়ার সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রস্তুতিও শুরু করে দিয়েছে সিবিআই ৷

ABOUT THE AUTHOR

...view details