পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / crime

প্ল্য়াটফর্মে রাখা ব্য়াগ থেকেই বিস্ফোরণ, দাবি প্রত্যক্ষদর্শীর - প্ল্য়াটফর্মে রাখা ব্য়াগ থেকেই বিস্ফোরণ

মন্ত্রীকে জাকির হোসেনকে লক্ষ্য করে কোনও বোমা ছোড়া হয়নি ৷ দাবি তাঁরই অনুগামী এক প্রত্যক্ষদর্শীর ৷ ওই ব্যক্তি জানান, নিমতিতা স্টেশনের 2 নম্বর প্ল্য়াটফর্মে আগে থেকে রাখা ছিল বোমার ব্য়াগ ৷ তা দেখে সন্দেহ হওয়ায় ব্য়াগটি খুলে দেখতে যান একজন ৷ তখনই ফেটে যায় বোমা ৷ প্রশ্ন উঠছে, তবে কি মন্ত্রীকে টার্গেট করে পরিকল্পনা মাফিকই চালানো হয় হামলা? যদি তাই হয়, তাহলে রেলপুলিশের নজর এড়িয়ে বোমার ব্য়াগ দুষ্কৃতীরা প্ল্য়াটফর্মে রাখল কিভাবে?

wb-msd-witness-byte-02-wb10031
প্ল্য়াটফর্মে রাখা ব্য়াগ থেকেই বিস্ফোরণ, দাবি প্রত্যক্ষদর্শীর

By

Published : Feb 18, 2021, 12:58 PM IST

নিমতিতা, 18 ফেব্রুয়ারি: মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে ছোড়া হয়নি কোনও বোমা ৷ সাদা ব্য়াগে রাখা বিস্ফোরক ফেটেই ঘটে ভয়াবহ ঘটনা ৷ বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের ঘটনায় এমনই দাবি প্রত্যক্ষদর্শীদের ৷

রাজ্য় শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের এক অনুগামী, যিনি ঘটনা ঘটার সময় মন্ত্রীর সঙ্গেই ছিলেন, তিনি জানান, জাকিরকে লক্ষ্য় করে কোনও বোমা ছোড়া হয়নি ৷ বিস্ফোরণ হয়েছে একটি ব্য়াগ থেকে ৷ নিমতিতা স্টেশনের 2 নম্বর প্ল্য়াটফর্মেই রাখা ছিল বোমার ব্যাগ। সাদা রঙের ব্য়াগটি দেখে সন্দেহও হয়েছিল জাকিরের অনুগামীদের ৷ কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় অঘটন ৷

এখন প্রশ্ন হল, রেল পুলিশের নজর এড়িয়ে কিভাবে বোমাভর্তি একটি ব্য়াগ স্টেশনের প্ল্য়াটফর্মে রাখা হল? দুষ্কৃতীরা কি তাহলে মন্ত্রীকে টার্গেট করেই ব্যাগ রেখেছিল 2 নম্বর প্লাটফর্মে?

প্রসঙ্গত, বুধবার রাতে জাকির হোসেন যে কলকাতায় যাচ্ছেন, সেকথা অনুগামীরা সকলেই জানতেন ৷ রাত সাড়ে ন’টা থেকেই তাঁরা স্টেশন চত্বরে অপেক্ষা করছিলেন। মন্ত্রীর কনভয় স্টেশনে ঢুকতেই অনুগামীরা তাঁকে ঘিরে স্লোগান দিতে দিতে প্লাটফর্মে ঢোকেন। প্ল্য়াটফর্মে ওঠার কিছুক্ষণের মধ্যেই ঘটে বিস্ফোরণ।

আরও পড়ুন :এসএসকেএমে নিয়ে আসা হল জাকির হোসেনকে, দ্রুত আরোগ্য কামনায় টুইট বিজয়বর্গীয়র

প্রত্যক্ষদর্শীদের দাবি, বোমাভর্তি ব্য়াগটি দেখে সন্দেহ হওয়ায় একজন সেটি খুলে দেখতে যান ৷ নড়াচড়া হতেই ফেটে যায় বোমাগুলি ৷

2 নম্বর প্ল্য়াটফর্ম থেকে তিস্তা তোর্সা এক্সপ্রেস ধরার কথা ছিল জাকির হোসেনের ৷ মনে করা হচ্ছে, সেই খবর আগে থেকেই জানত দুষ্কৃতীরা ৷ তাই পরিকল্পনা মাফিকই ঘটনো হয় গোটা ঘটনা ৷

ABOUT THE AUTHOR

...view details