নিমতিতা, 18 ফেব্রুয়ারি: মন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে ছোড়া হয়নি কোনও বোমা ৷ সাদা ব্য়াগে রাখা বিস্ফোরক ফেটেই ঘটে ভয়াবহ ঘটনা ৷ বুধবার রাতে মুর্শিদাবাদের নিমতিতা স্টেশনের ঘটনায় এমনই দাবি প্রত্যক্ষদর্শীদের ৷
রাজ্য় শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী জাকির হোসেনের এক অনুগামী, যিনি ঘটনা ঘটার সময় মন্ত্রীর সঙ্গেই ছিলেন, তিনি জানান, জাকিরকে লক্ষ্য় করে কোনও বোমা ছোড়া হয়নি ৷ বিস্ফোরণ হয়েছে একটি ব্য়াগ থেকে ৷ নিমতিতা স্টেশনের 2 নম্বর প্ল্য়াটফর্মেই রাখা ছিল বোমার ব্যাগ। সাদা রঙের ব্য়াগটি দেখে সন্দেহও হয়েছিল জাকিরের অনুগামীদের ৷ কিন্তু কিছু বুঝে ওঠার আগেই ঘটে যায় অঘটন ৷
এখন প্রশ্ন হল, রেল পুলিশের নজর এড়িয়ে কিভাবে বোমাভর্তি একটি ব্য়াগ স্টেশনের প্ল্য়াটফর্মে রাখা হল? দুষ্কৃতীরা কি তাহলে মন্ত্রীকে টার্গেট করেই ব্যাগ রেখেছিল 2 নম্বর প্লাটফর্মে?