পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / crime

Cyber Fraud: সোশ্যাল মিডিয়ায় ফোন কিনতে গিয়ে প্রতারণার শিকার, গ্রেফতার অভিযুক্ত-সহ 2

সোশ্যাল মিডিয়া থেকে ফোন কিনতে গিয়ে প্রতারণার শিকার হলেন মহিলা ৷ খোয়ালেন লক্ষাধিক টাকা ৷ তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করল বিধাননগর সাইবার থানার পুলিশ ৷

Cyber Fraud
লক্ষাধিক টাকার প্রতারণা

By

Published : Jan 15, 2023, 11:07 PM IST

সোশ্যাল মিডিয়ায় ফোন কিনতে গিয়ে প্রতারণার শিকার

বিধাননগর, 15 জানুয়ারি: সোশ্যাল মিডিয়া (Social Media) থেকে ফোন কিনতে যান মহিলা ৷ আর সেখানেই প্রতারণার শিকার (Cyber Fraud case) হন তিনি । সেই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । ভিন রাজ্য থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত এক মহিলা-সহ দু'জনকে ৷ দুটি মোবাইল-সহ একাধিক নথি উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে ৷ রবিবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয় ।

প্রতারণার শিকার মহিলা: পুলিশ সূত্রে খবর, 2020 সালের এপ্রিল মাসে বাগুইআটি এলাকার বাসিন্দা সুনয়না বানসাল বিধাননগর সাইবার ক্রাইম থানায় একটি প্রতারণার অভিযোগ দায়ের করেন ৷ সুনয়না জানান, সোশ্যাল মিডিয়ায় একটি নামী সংস্থার মোবাইল ফোন বিক্রির বিজ্ঞাপন দেখেন তিনি ৷ সেটি কেনার ইচ্ছা প্রকাশ করেন সুনয়না । তিনি সেই ফোনটি কেনার জন্যে যোগাযোগ করেন বিজ্ঞাপন সংস্থার সঙ্গে ৷ তখন তাঁকে জানানো হয়, ফোনটি তাঁর আসল দামের থেকে কম দামে পাওয়া যাবে ৷ তাঁকে মাত্র 70 হাজার টাকার বিনিময়ে দুবাই থেকে আনিয়ে দেওয়া হবে ফোনটি । সুনয়না তাতে রাজি হয়ে যান ৷

লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ: সুনয়না আরও জানান, এরপর তাঁকে টাকা পাঠাতে বলা হয় । সেই টাকা পাঠিয়ে দেন তিনি ৷ তার কিছুদিন পর সুনয়নার কাছে দুবাই থেকে ফোন আসে ৷ বলা হয়, একটি নয় তাঁর নামে মোট 10টি ফোন বুক করা হয়েছে ৷ তাঁকে বাকি 9টি ফোনের টাকা দিতে হবে । তিনি সেই টাকাও দিয়ে দেন । পরবর্তীতে প্রতারকরা সুনয়নার সঙ্গে যোগাযোগ করে জানায় 9টি নয় আরও 90টি ফোন তাঁর নামে রয়েছে ৷ সেই টাকা না দিলে সুনয়নার আগের টাকা আর পাবে না । টাকা হারানোর ভয়ে তিনি প্রতারকদের মোট 24 লক্ষ টাকা পাঠিয়েছেন বলে দাবি করেছে । এরপরই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় প্রতারকরা ।

গ্রেফতার অভিযুক্তরা: অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷ তারা জানতে পারে সেই টাকা গিয়ে পৌঁছেছিল ব্যাঙ্গালোরের দুজনের ব্যাংক অ্যাকাউন্টে । সেই সূত্র ধরে ব্যাঙ্গালোরে হানা দেয় বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ । সেখান থেকে লভান্য এস এবং এস কিরুবা কারণকে গ্রেফতার করে পুলিশ । তাদের কাছ থেকে একটি প্যান কার্ড, দুটি মোবাইল-সহ একাধিক নথি উদ্ধার করেছে পুলিশ । এই চক্রের সঙ্গে আরও কার কার যোগ রয়েছে, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ ।

আরও পড়ুন:আইএএস অফিসারের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে টাকা আদায়, গ্রেফতার অভিযুক্ত

ABOUT THE AUTHOR

...view details