পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / crime

বোরখার আড়ালে মহিলাদের ব্যবহার করে মাদক পাচার, গ্রেফতার 2 পাচারকারী

দক্ষিণ 24 পরগনায় বোরখার আড়ালে থাকা মহিলাদের ব্যবহার করে মাদক পাচার ৷ এমনই 2 মহিলাকে গ্রেফতার করল পুলিশ ৷ প্রায় 1 কোটি টাকা মূল্যের 4 কেজি হেরোইন উদ্ধার করেছে পুলিশ ৷

Baruipur State Police Arrset 2 Women with 4 kilo Heroin which Market Price Over 1 crore
বোরখার আড়ালে মহিলাদের ব্যবহার করে মাদক পাচার, গ্রেফতার 2 পাচারকারী

By

Published : Aug 5, 2021, 3:12 PM IST

বারুইপুর, 5 অগস্ট : মহিলাদের ব্যবহার করে মাদক পাচারের অভিযোগ দক্ষিণ 24 পরগনায় ৷ আর এরকমই একটি চক্রের হদিশ পেল বারুইপুর জেলা পুলিশ ৷ সাইমা নামে এক মাদক পাচারকারী মহিলাকে গ্রেফতার করে ঘুটিয়ারি শরিফ থানার পুলিশ ৷ তাকে জেরা করে সাজিনা বিবি নামে আরও একজনের খোঁজ পায় তদন্তকারীরা ৷ ওই মহিলাকে গ্রেফতার করা হলে, তার কাছ থেকে এক কোটি টাকার প্রায় 4 কেজি হেরোইন উদ্ধার করে পুলিশ ৷

পুলিশ সূত্রে খবর, গত 23 জুলাই একটি মাদক পাচারকাণ্ডের তদন্তে নেমে ঘুটিয়ারি শরিফ থানায় একটি স্বতঃপ্রণোদিত অভিযোগ দায়ের করে পুলিশ ৷ সেই তদন্তে সাইমা নামে এক মহিলার খোঁজ পান তদন্তকারীরা ৷ জানা গিয়েছে, মহিলাদের ব্যবহার করা হচ্ছে মাদক পাচারের জন্য ৷ আর তাও বোরখার আড়ালে ৷ যেহেতু, বোরখা পরা মহিলাদের খুব একটা তল্লাশি হয় না, তাই এই পন্থা নিয়েছে মাদক কারবারিরা ৷ খবর পেয়ে সাইমাকে গ্রেফতার করে পুলিশ ৷

আরও পড়ুন : ময়নাগুড়িতে 60 লাখ টাকার ইয়াবা ট্য়াবলেট-সহ গ্রেফতার তিন

এর পর সাইমাকে জেরা করে, পুলিশ এমন বেশ কয়েকজনের সম্পর্কে জানতে পারে ৷ তেমনি একজন সাজিনা বিবি, বয়স 29 বছর ৷ সাজিনাকে গ্রেফতারের পর পুলিশ তার বাড়িতে তল্লাশি চালায় ৷ তল্লাশিতে প্রায় 4 কেজি হেরোইন বাজেয়াপ্ত করে পুলিশ ৷ জানা গিয়েছে যার আনুমানিক বাজারমূল্য 1 কোটি টাকা ৷ পুলিশকে জেরায় সাজিনা জানিয়েছে, কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে সে মাদক নিয়ে আসত ৷ এর পর সেগুলিকে দক্ষিণ 24 পরগনার বিভিন্ন এলাকায় মহিলাদের মাধ্যমেই ওই মাদক ছড়িয়ে দেওয়া হত ৷

বোরখার আড়ালে মহিলাদের ব্যবহার করে মাদক পাচার, গ্রেফতার 2 পাচারকারী

আরও পড়ুন : জলঙ্গিতে গ্রেফতার এক মহিলা-সহ 2, বাজেয়াপ্ত 25 লাখ টাকার ইয়াবা

গোটা দক্ষিণ 24 পরগনা জুড়ে এই মাদকচক্রের জাল ছড়িয়ে রয়েছে বলে জানতে পেরেছে তদন্তকারীরা ৷ এমনকি এর সঙ্গে অনেক বড় বড় মাথা যুক্ত রয়েছে বলে অনুমান পুলিশের ৷ মাদকচক্রের মাথাদের ধরতে দক্ষিণ 24 পরগনার অন্য সব কমিশনারেট এবং রাজ্য পুলিশের সাহায্য নিচ্ছে বারুইপুর জেলা পুলিশ ৷

আরও পড়ুন : মায়ানমার থেকে ভারতে আসা মাদকের পর্দাফাঁস করল কর্নাটক পুলিশ, গ্রেফতার 3

ABOUT THE AUTHOR

...view details