পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / crime

প্রস্তাবে রাজি না হওয়ায় ভোজালির কোপ যৌনকর্মীকে - যৌনকর্মীর উপর ভোজালি নিয়ে চড়াও দুষ্কৃতী

খড়গপুরে এক যৌনকর্মীর উপর ভোজালি নিয়ে চড়াও হয় দুষ্কৃতী । আহত হাসপাতালে ভরতি । পুলিশি তদন্ত শুরু হয়েছে ।

প্রস্তাবে রাজি না হওয়ায় ভোজালির কোপ যৌনকর্মীকে
প্রস্তাবে রাজি না হওয়ায় ভোজালির কোপ যৌনকর্মীকে

By

Published : Feb 18, 2021, 2:55 PM IST

খড়গপুর, 18 ফেব্রুয়ারি : প্রস্তাবে রাজি না হওয়ায় যৌনকর্মীকে ভোজালির কোপ মারার অভিযোগ উঠল দুষ্কৃতীর বিরুদ্ধে । গতরাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের কৌশল্যা এলাকায় । আহতকে হাসপাতালে ভরতি করা হয়েছে । তদন্তে নেমেছে খড়গপুর থানার পুলিশ ।

স্থানীয়রা জানায়, গতরাতে ওই যৌনকর্মীর সঙ্গে এক ব্যক্তির কথা কাটাকাটি শুরু হয় । বচসার মাঝে হঠাৎ ভোজালি বের করে ওই ব্যক্তি যৌনকর্মীর উপর হামলা করে । হাতে ও পেটে কোপ বসায় । রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে । আর সুযোগ বুঝে ওই ব্যক্তি পালিয়ে যায় ।

আরও পড়ুন : যৌনকর্মী ও অসহায়দের জন্যও ডিজিটাল রেশন কার্ড

স্থানীয়রা আহতকে উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায় । সেখানে তার চিকিৎসা চলছে । খবর দেওয়া হয় খড়গপুর থানার পুলিশকে । অভিযোগ দায়ের করা হয় এবং সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ ।

ঘটনার প্রেক্ষিতে আহত যৌনকর্মী জানান, অভিযুক্ত তাকে জোর করে বাইরে কোথাও নিয়ে যাবে বলে প্রস্তাব দিয়েছিল । সেই প্রস্তাব না মানায় তাকে ভোজালির কোপ বসাতে শুরু করে, আহত হয়ে পড়ে যান তিনি । পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে । কী কারণে তাকে মারা হল তা এখনও অজানা ।

ABOUT THE AUTHOR

...view details