পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / crime

অ্যাপ ডাউনলোডে গায়েব প্রায় 3 লাখ, ধৃত জামতাড়া গ্যাংয়ের 5

স্পেশাল টাস্ক ফোর্স ও গোয়েন্দাদের যৌথ প্রচেষ্টায় জামতাড়া গ্যাংয়ের 5 জন গ্রেপ্তার ।

অ্যাপ ডাউনলোডে গায়েব প্রায় 3 লাখ টাকা, জামতাড়া গ্যাঙের 5 জন ধৃত
অ্যাপ ডাউনলোডে গায়েব প্রায় 3 লাখ টাকা, জামতাড়া গ্যাঙের 5 জন ধৃত

By

Published : Feb 6, 2021, 3:50 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি : কলকাতা শহরে ফের জামতাড়া গ্যাং । অবশেষে মিলল রক্ষা কবচের সাফল্য । রক্ষা কবচে গতকাল ধরা পড়ল জামতারা গ্যাংয়ের 5 জন । পেটিএম অ্যাপে কেওয়াইসির নামে মেসেজ করে প্রায় 3 লাখ টাকা লুটের অভিযোগ দায়ের হয় জোড়াবাগান থানায় । তদন্তভার পড়ে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ও স্পেশাল টাস্ক ফোর্সের উপর ।

প্রবীণ কুমার নামে জোড়াবাগান থানার বাসিন্দার কাছে পেটিএম কেওয়াইসির একটি মেসেজ আসে । মেসেজে ছিল, পেটিএম অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে । তারপরে বেশ কিছু ফোন আসে । একটি প্রাইভেট ব্যাঙ্কের কর্মী ও পেটিএমের কর্মী হিসেবে পরিচয় দিয়ে বেশ কিছু অ্যাপস ডাউনলোড করতে বলে ।

আরও পড়ুন : ভয়াবহ জামতাড়া গ্যাংকে রুখতে লালবাজারের হাতিয়ার ‘রক্ষাকবচ’

কথামতো প্রবীণবাবু ওই অ্যাপগুলি ডাউনলোড করে প্রয়োজনীয় তথ্য নথিভুক্ত করেন । তার 2 মিনিটের মধ্যে প্রবীণবাবুর অ্যাকাউন্ট থেকে 2 লাখ 82 হাজার 970 টাকা গায়েব হয়ে যায় । জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের করেন তিনি । তারপর তদন্তে নামে কলকাতা পুলিশের এসটিএফের গোয়েন্দারা ।

পুলিশ ও গোয়েন্দারা তদন্ত করে বিভিন্ন লিঙ্ক পায় । তারপর বর্ডার সিকিউরিটি ফোর্স সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে জামতাড়ায় যৌথ তল্লাশি করে 5 জনকে গ্রেপ্তার করে পুলিশ । ধৃতদের নাম তপন দাস, বিধান দাস, রাজু দাস, অরিজিৎ দাস, বুলেট দাস । প্রত্যেকেই উত্তর 24 পরগনার বাসিন্দা হলেও ঝাড়খণ্ডের জামতাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details