পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / crime

আবার দিল্লি ! যুবতিকে লাগাতার গণধর্ষণ ফেসবুক-বন্ধু-সহ 25 যুবকের - যুবতিকে গণধর্ষণ

আবারও দিল্লিতে ধর্ষণের ঘটনা ৷ ফেসবুক-বন্ধু-সহ 25 যুবকের লালসার শিকার এক যুবতি ৷ ঘটনার 9 দিন পর অভিযোগ দায়ের করেছেন নিগৃহীতা ৷

25 men gangrape woman after Facebook friend lures her into forest in Delhi
আবার দিল্লি ! যুবতিকে লাগাতার গণধর্ষণ ফেসবুক-বন্ধু-সহ 25 যুবকের

By

Published : May 16, 2021, 4:38 PM IST

নয়াদিল্লি, 16 মে:দিল্লিতে একটি যুবতিকে গণধর্ষণের অভিযোগ উঠল 25 জন যুবকের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে 3 মে ৷ তবে ঘটনার 9 দিন পর পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন নিগৃহীতা ৷

পুলিশ জানিয়েছে, রাজধানীর একটি অফিসে কর্মরত ওই যুবতি চার বছর আগে দিল্লিতে থাকা শুরু করেন ৷ চলতি বছর জানুয়ারি মাসে ফেসবুকে সাগর নামে 23 বছরের এক যুবকের সঙ্গে আলাপ হয় ৷ এরপর ফোন নম্বর আদান প্রদান করেন তাঁরা ৷ কিছুদিন পর ওই যুবতিকে বিয়ে করার আশ্বাস দেয় ছেলেটি ৷ সে তার বাবা-মায়ের সঙ্গে দেখা করতে নিয়ে হোডালে নিয়ে যাওয়ার কথা বলে মেয়েটিকে ৷

3 মে সাগরের সঙ্গে দেখা করলে হোডালে যান ওই যুবতি ৷ তাঁকে রামগড় গ্রামের জঙ্গলে নিয়ে যায় সাগর ৷ সেখানেই একটি টিউবওয়েলের সামনে বসে মদ্যপান করছিল সাগরের ভাই ও কয়েকজন বন্ধুবান্ধব ৷ ঘটনাস্থলে নিয়ে গিয়ে সাগর ওই যুবতিকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ পরের দিন আকাশ নামে এক স্ক্র্যাপ ডিলারের কাছে নিয়ে যাওয়া হয় নিগৃহীতাকে ৷ সেখানে তাঁকে আরও পাঁচজন ধর্ষণ করে বলে অভিযোগ করে মেয়েটি ৷ বারবার ধর্ষণের পর ওই যুবতির যখন শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে, তখন তাকে বদরপুর সীমানার কাছে ফেলে রেখে পালায় অভিযুক্তরা ৷

আরও পড়ুন:করোনায় মৃত্যুর সংখ্যা গোপন করছে গুজরাত ?

12 মে হাসানপুর থানায় গিয়ে নিগৃহীতা অভিযোগ দায়ের করেন ৷ অসুস্থ থাকায় তিনি দেরিতে অভিযোগ জানাচ্ছেন বলে পুলিশকে বলেন সেই যুবতি ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details